This Article is From Feb 13, 2019

বুধবার টানা পঞ্চমদিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে

মঙ্গলবার সন্ধেবেলা সিবিআই অফিসে এক মুখোশ পরা ব্যক্তি প্রবেশ করেন। তিনি কে, তা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে যায় সব মহলেই।

বুধবার টানা পঞ্চমদিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে

জিজ্ঞাসাবাদ পর্বে মোট ৩০ ঘন্টা সময় সিবিআই-এর মুখোমুখি বসেন রাজীব কুমার

কলকাতা:

বুধবার সিবিআই ফের জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে। সারদা মামলার তদন্তের জন্য এই নিয়ে পরপর ৫ দিন জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। আজ সকাল সাড়ে ন'টার একটু পরেই সারদা মামলা অতি গুরুত্বপূর্ণ সব নথি নষ্ট করে ফেলার ভয়ঙ্কর অভিয়োগ রয়েছে যাঁর বিরুদ্ধে সেই রাজীব কুমার শিলং-এ সিবিআই অফিসে এসে উপস্থিত হন। সংবাদসংস্থা পিটিআইকে সিবিআই-এর এক কর্তা জানান, রাজীব কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন দুজন আইপিএস এবং বিশ্বজিৎ দেব। প্রসঙ্গত, গত চার দিনের জিজ্ঞাসাবাদ পর্বে মোট ৩০ ঘন্টা সময় সিবিআই-এর মুখোমুখি বসেন রাজীব কুমার। সিবিআই তাঁর জন্য মোট ২৮০'টি প্রশ্ন তৈরি করে রেখেছিল চিটফান্ড কেলেঙ্কারী মামলার তদন্তের কারণে। তিনি সেই প্রশ্নের উত্তরে যে যে কথা বলেন, তার ভিত্তিতে আরও নতুন ৪৫'টি প্রশ্ন সাজান সিবিআই কর্তারা।

সিবিআইকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে অভিযোগ তুলে সংসদে আলোচনা চাইল তৃণমূল

মঙ্গলবার সন্ধেবেলা সিবিআই অফিসে এক মুখোশ পরা ব্যক্তি প্রবেশ করেন। তিনি কে, তা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে যায় সব মহলেই। রাজীব কুমার সিবিআই অফিস ছাড়ার খানিকক্ষণের মধ্যেই ওই মুখোশ পরা ব্যক্তিও এলাকা ছেড়ে বেরিয়ে যান। রাজীব কুমারের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকেও। তাঁকে গ্রেফতার করা হয় ২০১৩ সালে। তিনি জামিন পান ২০১৬ সাল। যদিও দ্বিতীয় এবং তৃতীয় দিন জিজ্ঞাসাবাদের পরেই কুণালকে ছেড়ে দেয় সিবিআই।

রাজীব কুমারকেও আজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। তাঁকে ঘন্টাতিনেক জিজ্ঞাসাবাদ করার পর ওই পর্ব শেষ হয়েছে বলে জানা গিয়েছে।

.