This Article is From Aug 07, 2018

করুণানিধির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন থালাইভা

প্রায় দু’দশক আগে তিনি বলেছিলেন, ‘এবারের নির্বাচনেও যদি জয়ললিতা জেতেন তাহলে ভগবানও তামিলনাড়ুকে বাঁচাতে পারবেন না।

করুণানিধির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন থালাইভা

রজনী এক কথায় বিরাট রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল  সেই 1996 সালে।

চেন্নাই:

প্রায় দু’দশক আগে তিনি বলেছিলেন, ‘এবারের নির্বাচনেও যদি জয়ললিতা জেতেন তাহলে ভগবানও তামিলনাড়ুকে বাঁচাতে পারবেন না।’ কথায় কাজ হয়েছিল। জিতেছিলেন করুণানিধি। হেরেছিলেন আম্মা। কালাইনারের মৃত্যুর পর এ হেন রজনীকান্ত বললেন, এই দিনটা তাঁর জীবনের কালো দিন। টুইটে রজনী লেখেন, ‘ আজকের দিনটা আমার জীবনে কালো দিন। এই দিনটার কথা কখনও ভুলতে পারব না। ওঁর আত্মার শান্তি কামনা করি। ’ তার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন থালাইভা। সেটি প্রয়াত নেতার 94 তম জন্মদিনে তোলা। সেদিন বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন রজনীকান্ত।                               

রজনী নিজে রাজনীতিতে এসেছেন সদ্য। কিন্ত তাঁর এক কথায় বিরাট রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল  সেই 1996 সালে। সেবার জয়ললিতার পরাজয়ের নেপথ্যে রজনীর ভূমিকা নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়ে থাকে। ব্যাপারটা তিনি নিজেও ভালভাবেই জানেন। আর তাই বছর দেড়েক আগে জয়ললিতার মৃত্যুর পর নিজের অনুতাপের কথা বলেছিলেন রজনী স্বয়ং।       

.