தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 10, 2018

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তিতে আপত্তি কেন্দ্রের

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া হবে না, শীর্ষ আদালতকে জানালো কেন্দ্রে

Advertisement
অল ইন্ডিয়া

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না, শীর্ষ আদালতকে জানালো কেন্দ্রে

Highlights

  • জেলে থাকা 7 জনকে মুক্তি দিতে নারাজ সিবিআই
  • মুক্তির আবেদন করেছিল তামিলনাডু সরকার
  • 27 বছর ধরে জেলে আছেন 7 জন
নিউ দিল্লি :

প্রাক্তন প্রধানমন্ত্রী  রাজীব গান্ধীকে হত্যা  করায় যে সাত জনকে জেলে বন্দি রাখা হয়েছে,  তাদের মুক্তি দেওয়া যাবে না। আজ  কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই কথা শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্র মনে করে এটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুনের ঘটনা বলে আরও বেশি সতর্ক থাকা উচিত। তদন্তকারী সংস্থা সিবিআই আপত্তি করায় কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের কথা  এপ্রিল মাসেই তামিলনাডু সরকারকে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।  গত 27 বছর ধরে জেলে রয়েছে এই সাত জন।

2015 সালে তামিলনাডুর সরকার সাত জনকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।  এ ব্যাপারে শুনানি শুরু করে কেন্দ্রের বক্তব্য জানতে চায় আদালত। এবার তারই জাবাব দিল মোদী সরকার।

Advertisement
Advertisement