This Article is From Aug 12, 2018

কেরলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজনাথ সিং: দশটি তথ্য

কেরলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজনাথ সিং: দশটি তথ্য

1924 সালে ভয়াবহ বন্যা হয়েছিল 44 নদীর রাজ্য কেরলে।

হাইলাইটস

  • Eight of the state's 14 districts have been put on high alert
  • Army, Navy, Air Force and NDRF involved in rescue operations
  • Heavy rain expected to continue till the Independence Day: weather office
তিরুঅন্তপুরম:

 

  1.  কেরলের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন রাজনাথ। প্রশাসনিক আধাকারিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি কী ধরনের সাহায্য প্রয়োজন সেটাও তাও খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  2.  কেরলে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফের 14টি দল। তাছাড়া নৌবাহিনী, বায়ুসেনাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বন্যা কবলিত ত্রিশূর, এর্নাকুলাম, আলাপ্পুঝা, ওয়েয়ান্দ, কোঝিকোড় ও ইদুক্কি জেলায় জোর কদমে উদ্ধারকাজ চলছে। 
  3.  তবে সৌভাগ্যক্রমে রাজ্যের বড় জলাধারগুলি যেখানে আছে তার আশপাশে কমতে শুরু করেছে বৃষ্টির পরিমান । 
  4. রাজ্যের নীচু এলাকাগুলিতে বন্যার সতর্কতা জারি হয়েছে। 
  5.  গত এক সপ্তাহে এ রাজ্যে 25 টি জলাধারের মুখ খুলে দেওয়া হয়েছে। এমন ঘটনা আগে কখনও হয়নি। 
  6. ত্রিশূর ও এর্নাকুলামে সরকারি তরফে খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 10 হাজার মানুষ।
  7.  অতি বৃষ্টির সঙ্গে বাঁধের জলে প্লাবিত হয় ত্রিশূর এবং এর্নাকুলাম। 
  8. পাহাড়ি ওয়েয়ান্দ জেলাতেই প্রায় হাজার একর চাষের জমি নষ্ট হয়েছে। 
  9.  মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তাছাড়া যাঁদের জমি বাড়ি জলের তলায় চলে গিয়েছে তাঁরা দশ লক্ষ টাকা করে পাবেন।    
  10. 1924 সালে ভয়াবহ বন্যা হয়েছিল 44 নদীর রাজ্য কেরলে।   

.