1924 সালে ভয়াবহ বন্যা হয়েছিল 44 নদীর রাজ্য কেরলে।
হাইলাইটস
- Eight of the state's 14 districts have been put on high alert
- Army, Navy, Air Force and NDRF involved in rescue operations
- Heavy rain expected to continue till the Independence Day: weather office
তিরুঅন্তপুরম:
- কেরলের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন রাজনাথ। প্রশাসনিক আধাকারিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি কী ধরনের সাহায্য প্রয়োজন সেটাও তাও খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- কেরলে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফের 14টি দল। তাছাড়া নৌবাহিনী, বায়ুসেনাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বন্যা কবলিত ত্রিশূর, এর্নাকুলাম, আলাপ্পুঝা, ওয়েয়ান্দ, কোঝিকোড় ও ইদুক্কি জেলায় জোর কদমে উদ্ধারকাজ চলছে।
- তবে সৌভাগ্যক্রমে রাজ্যের বড় জলাধারগুলি যেখানে আছে তার আশপাশে কমতে শুরু করেছে বৃষ্টির পরিমান ।
- রাজ্যের নীচু এলাকাগুলিতে বন্যার সতর্কতা জারি হয়েছে।
- গত এক সপ্তাহে এ রাজ্যে 25 টি জলাধারের মুখ খুলে দেওয়া হয়েছে। এমন ঘটনা আগে কখনও হয়নি।
- ত্রিশূর ও এর্নাকুলামে সরকারি তরফে খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 10 হাজার মানুষ।
- অতি বৃষ্টির সঙ্গে বাঁধের জলে প্লাবিত হয় ত্রিশূর এবং এর্নাকুলাম।
- পাহাড়ি ওয়েয়ান্দ জেলাতেই প্রায় হাজার একর চাষের জমি নষ্ট হয়েছে।
- মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তাছাড়া যাঁদের জমি বাড়ি জলের তলায় চলে গিয়েছে তাঁরা দশ লক্ষ টাকা করে পাবেন।
- 1924 সালে ভয়াবহ বন্যা হয়েছিল 44 নদীর রাজ্য কেরলে।