Read in English
This Article is From Jul 19, 2020

লাদাখ সফরে বিহার রেজিমেন্টর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজনাথ সিং: মন্ত্রক

প্রতিরক্ষামন্ত্রী দাঁড়িয়ে থেকে দেখেন অ্যাপাচে অ্যাটাক কপ্টারের মহড়া। তাঁর মন্ত্রকের তরফে এই সফরসূচির কয়েকটা ছবি টুইট করা হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

পূর্ব লাদাখে বিহার রেজিমেন্টর বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজনাথ সিং।

নয়াদিল্লি :

লাদাখ সফরে গিয়েছে বিহার রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনাথ সিং (Rajnath Singh at Eastern Ladakh)। এই রেজিমেন্টের (Bihar Regiment) ২০ জন জওয়ান ১৫ জুনের সংঘর্ষে শহিদ হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী ও বিহার রেজিমেন্টের জওয়ানদের মধ্যে এই উষ্ণ সাক্ষাৎকারের এই ভিডিও টুইট করেছে প্রতিরক্ষামন্ত্রী।

আমি আশ্বাস দিতে পারি, বিশ্বের কোনও শক্তি ভারতের একইঞ্চি জমিও কাড়তে পারেনি। লাদাখে গিয়ে এভাবেই সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুদিনের সফরে কাশ্মীর ও লাদাখে সফরের সূচি রয়েছে তাঁর। সেই সূচি মেনে শুক্রবার সকালে লেহ বিমানবন্দরে নামেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান এমএম নারাভানে লাদাখে গিয়ে বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি

প্রতিরক্ষামন্ত্রী দাঁড়িয়ে থেকে দেখেন অ্যাপাচে অ্যাটাক কপ্টারের মহড়া। তাঁর মন্ত্রকের তরফে এই সফরসূচির কয়েকটা ছবি টুইট করা হয়েছে।

Advertisement

(PTI থেকে সংগৃহীত)

Advertisement