সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে দু'সপ্তাহে
হাইলাইটস
- রাকেশ আস্থানাকে বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না
- এফআইআরের বয়ান নিয়ে কয়েকটি প্রশ্ন তোলেন রাকেশ
- সিবিআই জানায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আরও কিছুটা সময় প্রয়োজন
নিউ দিল্লি: সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না। আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের হওয়াকেও কেন্দ্র করেই সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত। এই অভিযোগ দায়ের হওয়ায় সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে ছুটিতে পাঠানো হয়। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের বয়ান নিয়ে কয়েকটি প্রশ্ন তোলেন রাকেশ। সেগুলির উত্তর জানতে চায় দিল্লি হাইকোর্ট। বিচারপতি নাজিম ওয়াজিরের বেঞ্চে সিবিআই জানায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আরও কিছুটা সময় প্রয়োজন। উত্তরে আদালত জানায় বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে হবে।
এরই মধ্যে চিফ ভিজিল্যান্সকে চিঠি লিখে রাকেশ জানান সিবিআই অধিকর্তা অলোক বর্মা হায়দরাবাদের একটি সংস্থার থেকে ঘুষ নিয়েছেন। এদিকে সতীশ সানা নামে হায়দরাবাদের ওই ব্যবসায়ীর দাবি টাকার বিনিময়ে সুরক্ষা দেওয়ার কথা বলেছিলেন আস্থানাই। কিন্তু আজ তাঁকে তদন্তের ডেকে পাঠায় সিবিআই। এরপরই আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন সতীশ।
এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে দু'সপ্তাহের মধ্যে। আর এই সময়ের মধ্যে সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান নাগেশ্বর রাও কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। আদালত জানাল প্রশাসনিক প্রধানের মতো কাজ করবেন এখন নাগেশ্বর রাও। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েদেন মঙ্গলবার মাঝ রাতে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নাগেশ্বর রাও নিয়েছেন সেগুলি আদালতকে জানাতে হবে। পাশাপাশি সিভিসি যে সিবিআই অধিকর্তার বিরুদ্ধে তদন্ত করছে সেটাও হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। এ ব্যাপারে এক অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়ককে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরের শুনানি দীপাবলির পর।