This Article is From Aug 14, 2019

Raksha Bandhan 2019: কবিতায় ছড়িয়ে পড়ুক ভ্রাতৃত্ববোধ, বেছে নিন রাখীর বিশেষ শায়েরি

Raksha Bandhan Shayari: পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে রাখী উপহার দেওয়ার প্রবণতাও বদলে গেছে এবং এখন হোয়াটসঅ্যাপের বার্তা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাখীর উৎসব ছড়িয়ে পড়ছে।

Advertisement
অফবিট Edited by

Raksha Bandhan 2019 Shayari: রাখির দিনে শায়েরিতে বলুন মনের কথা

নিউ দিল্লি :

রাখী বন্ধন 2019 শায়েরি (Raksha Bandhan 2019 Shayari): ভ্রাতৃত্ববোধ আসলে ভালোবাসার উত্সব এবং এই বছর ১৫ অগাস্ট কেবল স্বাধীনতা উদযাপনের দিন নয়, ভ্রাতৃত্ববোধের উদযাপনেরও উপলক্ষ্য। রাখী বন্ধনের দিন বোনেরা ভাইয়ের হাতে রাখী বেঁধে তাকে শুভেচ্ছা জানায়। ভাইয়েরাও বোনকে রাখী পরিয়ে বা আশীর্বাদ করে এই দিনটিকে পালন করে থাকেন। প্রতি বছর শ্রাবণের পূর্ণিমার দিনে রাখী উৎসব (Raksha Bandhan) পালিত হয়। পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে রাখি উপহার দেওয়ার প্রবণতাও বদলে গেছে এবং এখন হোয়াটসঅ্যাপের বার্তা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাখীর উৎসব ছড়িয়ে পড়ছে। ভাই ও বোনের অত্যন্ত প্রেমময় সম্পর্কের বিষয়ে কবিরাও আশ্চর্য সব শায়েরি লিখেছেন এবং এই সম্পর্কের সৌন্দর্যকে কথায় ছন্দে উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছেন। রাখীবন্ধন উপলক্ষ্যে ভাই-বোনের সম্পর্ক বিষয়ে আমরা আপনাদের জন্য কিছু বিশেষ শায়েরি নিয়ে এসেছি। ভাই বোন দাদা দিদিকে পাঠাতে ভুলবেন না যেন... 

সমানুভূতির বার্তা নিয়ে আসছে রাখীবন্ধন: স্পেশ্যাল চাইল্ডদের রাখী পরাবেন রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী

হে ঈশ্বরের আমার প্রার্থনায় তেমন জোর যেন থাকে

Advertisement

ফুলগুলি যেন আমার বোনের মাথায় আশীর্বাদ হয়ে ঝরে

অজ্ঞাত

Advertisement

আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম

Advertisement

আমার শত্রুর বোন আমাকে রাখি বেঁধেছিল

এহসান সাকিব

Advertisement

জীবনভর রক্ষা করার শপথ নিয়েছি

Advertisement

ভাইয়ের হাতে রাখী বাঁধুক বোন, এটুকুই শুধু চেয়েছি

অজ্ঞাত

Raksha Bandhan 2019: কখন ভাইয়ের হাতে বাঁধবেন রাখী? জেনে নিন রাখী বন্ধনের গুরুত্ব

কারও ক্ষতস্থানে ভালোবেসে বাঁধন কে বেঁধে দেবে

যদি বোনই না থাকে তাহলে এই হাতে রাখী কে বেঁধে দেবে!

মুনাওয়ার রানা

বোনের ভালোবাসা এক আশ্চর্য উপহার

রাখীর বন্ধন সেই উপহারের প্রেমে পড়ার মতোই

মোস্তফা আকবর

দূরত্ব বাড়লেও বোনের ভালোবাসা কমে না

দূরে যেতে হলেও তাই দুঃখ হয় না

অজ্ঞাত

Advertisement