This Article is From Nov 25, 2019

কফির কাপে চুমুক দিয়ে গান গল্পের সোয়েটার বুনলেন রণজয়

সোয়েটারের কথা সবার নিশ্চয়ই মনে আছে। যেখানে প্রেমে পড়তে বারণ করেছিলেন রণজয়। হ্যাঁ সুরকার গায়ক রণজয় ভট্টাচার্যর কথাই বলছি।

Ranajoy Bhattacharya : কফির কাপে চুমুক দিয়ে গান গল্পের সোয়েটার বুনলেন রণজয়

কলকাতা:

সোয়েটারের কথা সবার নিশ্চয়ই মনে আছে। যেখানে প্রেমে পড়তে বারণ করেছিলেন রণজয়। হ্যাঁ সুরকার গায়ক রণজয় ভট্টাচার্যর(Ranajoy Bhattacharya) কথাই বলছি। সোয়েটার ছবির এই গানটি রাতারাতি জনপ্রিয় গায়ক তথা স্টারডাম দিয়েছিল রণজয় ভট্টাচার্যকে। নতুন জেনারেশনের ক্রেজ তিনি। থাকেন মুম্বাইতে তবে শিকড়ের টান ভোলেননি রনজয় । তাই শুধু কাজ নয় মাঝে মাঝেই ফিরে আসা বাড়ির টানে। নিজের ব্যস্ত সময় থেকে খানিকটা সময় NDTV BANGLA কে দিলেন রণজয় ভট্টাচার্য।
সোয়েটার এর পর কি?
"সোয়েটারের পর ইতিমধ্যেই একটি বাংলা ছবিতে কাজ করছেন তিনি । শিলাদিত্য মৌলিক এর পরের ছবিতেই তার গলা আবার শুনতে পাবে বাঙালি। এছাড়া বলিউডের একটি ছবিতে কাজ করেছেন সদ্য। আর অ্যাড ফিল্মের কাজ তো করছেনই।"

বলিউড থেকে কি টলিউডে পাকাপাকি আসবেন?
"বাংলা তার বাড়ি। তাই বাড়ির টান সবসময়ই রয়েছে। টলিউডে কাজ করছেন, আরও কাজ করতে চান কিন্তু বলিউডে অতিকষ্টে যে জায়গাটা তিনি তৈরি করেছেন তা ছেড়ে চলে আসতে চান না তিনি।"

হালফিল যারা কাজ করছেন তাদের কাজ শোনেন? সময় পান?
"প্রত্যেকেই ভালো কাজ করছেন। প্রত্যেকের কাজই ভালো লাগে। তবে জয় সরকার তার প্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম। আর একজন যার সংগীত সব সময় নিজের অন্তরে রাখেন তিনি হলেন সলিল চৌধুরী।"

স্টারডম এসেছে কিন্তু এখনও বাড়ি বদলালেন না কেন কলকাতায়?
"আমার বাড়ি খড়দায়। কলকাতা থেকে খুব একটা দূরে নয়। তাছাড়া আমার যেখানে বাড়ি সেখানে পরিবেশ খুবই শান্ত। আমি আমার মতো থাকি। গান লিখি, গান শুনি ,ভাবি। কলকাতায় আসার তাগিদ সেভাবে অনুভব করিনি।"

মুম্বাইয়ে কাজ কেমন চলছে?
"মুম্বাই এর কাজ ভীষণভাবেই এগোচ্ছে। অ্যাডের কাজ যেমন করতাম তেমনই করছি তবে  বলিউডের ছবিতেও কাজ করলাম। আরও কাজ করছি।"

"প্রেমে পড়া বারণ" কেন? হঠাৎ প্রেমে এত অনীহা কেন?

"ঠিক অনীহা না তবে এমন কিছু কিছু বিষয় থাকে যেখানে প্রেমে পড়া ঠিক নয়।"

জীবনে কি খুব focused?
"Focused না তবে সিরিয়াস আমি। কাজের ব্যাপারে তো ভীষণ সিরিয়াস।"

কফি না চা কোনটা ভালো লাগে?
"দুটোই, তবে কফি বেশি ভালো লাগে।"

পার্ণো না সোহিনী ? নায়িকা হিসেবে কাকে বেশি ভালো লাগে?
"বেশি পছন্দ সোহিনী। "
 

.