This Article is From Dec 23, 2019

Football খেলতে গিয়ে এ কী হল রণবীর কাপুরের?দেখুন ভিডিও

অভিনেতা রণবীর কাপুর শুধুমাত্র অভিনয় জীবনে সীমাবদ্ধ থাকেন না। খেলাতেও তার যথেষ্ট আকর্ষণ রয়েছে। বিশেষ করে ফুটবলের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে ।

Football খেলতে গিয়ে এ কী হল রণবীর কাপুরের?দেখুন ভিডিও

ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন রণবীর

হাইলাইটস

  • ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন রণবীর
  • চোট লাগলেও ভক্তদের একেবারে নিরাশ করলেন না রণবীর
  • রণবীর কাপুরের ভিডিওটি রয়েছে খবরে
নয়াদিল্লি:

অভিনেতা রণবীর কাপুর(Ranbir Kapoor) শুধুমাত্র অভিনয় জীবনে সীমাবদ্ধ থাকেন না। খেলাতেও তার যথেষ্ট আকর্ষণ রয়েছে। বিশেষ করে ফুটবলের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে । তাই প্রতি সপ্তাহের রুটিনে ফুটবল খেলতে কখনোই ভুল হয়না তার। এবারেও রণবীর কাপুর, ঈশান খাট্টার, ইব্রাহিম আলি খান, সাব্বির আহ্লুয়ালিয়ার সঙ্গে চুটিয়ে ফুটবল খেললেন তিনি। কিন্তু এবারে বোধহয় তার ভাগ্য সহায় ছিল না। ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন রণবীর। এমনকি ঠোঁট কেটে যায় তার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে।

ফটোগ্রাফারের ফোন কাড়লেন দীপিকা! কেন?

During a football session yesterday Ranbir got injured. His lips were bruised, he was badly hurt. But still Respecting his fans Love & Time for him he took selfies with them You are a real Gem my Love Nobody Like RK I think all the fan's there could've been a little sensitive. He was badly hurt, you could've let him go because his health is really important guys than the selfies. I know this is almost like a 1 time opportunity but nothing before his health guys. What's done is done, but I wish next time if anything like this happens ( hopefully it never happens but God forbid it happens) please think about his health first I love you We fans Love Love Love you You are the bestest you're a great human I hope everything's Good Wishing for your speedy recovery Take care Love #ranbirian #love #bae #ranbirkapoor #footballmatch @neetu54 @riddhimakapoorsahniofficial @aliaabhatt @brat.man @ayan_mukerji

A post shared by Ranbir kapoors Biggest fan (@ranbir_kapoorlovers) on


রণবীর কাপুরের ফ্যান পেজ এ  এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এটি বেশ চর্চায় রয়েছে এই মুহূর্তে।। ভিডিওতে দেখা যাচ্ছে রণবীর কাপুরের চোট লাগার সঙ্গে সঙ্গেই সবাই খেলা বন্ধ করে দিচ্ছেন আর রণবীরের জন্য জল নিয়ে আসছেন। কিন্তু নিজের চোট লাগা সত্বেও ভক্তদের একেবারে নিরাশ করলেন না রণবীর। শুধু খেলাই নয় নিজের ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন । আর তাই তার ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে।

পার্টি রঙিন লালিমায়...আপনি মধ্যমণি মালাইকার সাজে

Bleeding but still stops to take selfies with fans despite having to bite his busted lip... whattay guy! Allow us to fill y'all in on all the deets. So the Kapoor lad stepped out for a football sesh with the lads and busted his lip while playing It happened when another player's arm hit him on the face in the midst of a tackle. Ranbir immediately knew he was bleeding and ran to get a bottle of water. Leander Paes was nearby and he gave a quick look to the injury. The team physio came running and he also gave RK an update on what it looked like. Ranbir took a quick time out but kept playing till the end of the match and even made it a point to head out for a selfie sesh who'd crammed up by the fences just for him. How effin' sweet is that! FOLLOW @voompla INQUIRIES @ppbakshi . #voompla #bollywood #ranbirkapoor #bollywoodstyle #bollywoodfashion #mumbaidiaries #delhidiaries #indianactress #bollywoodactress #bollywoodactresses

A post shared by Voompla (@voompla) on

খুব শীঘ্রই তার আগামী ছবি ব্রম্ভাস্ত্র মুক্তি পাবে।এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভট্ট। প্রথমবার দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকও। এ ছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়ও। মনে করা হচ্ছিল যে সলমান খানের দাবাং থ্রি'র সঙ্গে হয়তো এই ছবির মুক্তি ক্ল্যাশ করতে পারে। কিন্তু পরে দেখা যায় যে ব্রম্ভাস্ত্রর রিলিজ পিছিয়ে দেওয়া হয়।

.