কলকাতা: গোলাপির সঙ্গে রানি মিশলে কেমন রং হবে? খুব উজ্জ্বল রং হবে, সেবিষয়ে কোনও সন্দেহই নেই। নিজের চোখে দেখতে চাইলে ধৈর্য ধরে কাটিয়ে দিন আজকের রাতটুকু। কালকেই গোলাপি বলে প্রথম ভারত-বাংলাদেশ দিন-রাত টেস্ট ম্যাচের (D/N Test) প্রথম দিন ইডেন গার্ডেনে ( Eden) উপস্থিত থাকবেন বাংলা ও বাঙালির 'হৃদয়ের রানি' রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। 'দাদাগিরি'-র মঞ্চে প্রথম এই সুখবর জানান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। NDTV-তে উল্লেখ ছিল সেই খবরের।
‘দাদা'র সঙ্গে ফুচকা খেলেন 'মর্দানি' রানি, জয় করলেন City Of Joy
১৯ নভেম্বর নিজের আগামী ছবি 'মর্দানি ২'-এর প্রচারে কলকাতায় এসেছিলেন নির্ভীক পুলিশ অফিসার শিবাণী শিবাজি রাও ওরফে রানি মুখোপাধ্যায়। 'দাদাগিরি'-র মঞ্চে নিজের ছবি, নিজের চরিত্রে নিয়ে বলার পাশাপাশি জানান, এই প্রথম তিনি ইডেনে বসে ক্রিকেট খেলা দেখবেন। অভিনেত্রীর আশা, 'নিশ্চয়ই কোনও ভালো স্মৃতি নিয়ে ফিরব।' একই সঙ্গে তিনি ইডেনেও 'মর্দানি ২'-এর প্রচার করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, 'মর্দানি ২' রানি অভিনীত ২০১৪-র 'মর্দানি' ছবির সিক্যুয়েল। আগের ছবির বিষয় ছিল নারী পাচার। এই ছবিতে থাকবে ধর্ষণের মতো জ্বলন্ত বিষয়। এবং আগামী প্রজন্মের অপরাধমনস্কতা। প্রচারে এসে হাল্কা মজার ছলে রানি জানিয়েছেন, আগের ছবিতে তিনি স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দা অফিসার ছিলেন। এই ছবিতে তিনি পুলিশ অফিসার। অর্থাৎ, এই ছবিতে পদোন্নতি হয়েছে তাঁর। যশোরাজ ফিল্মস প্রযোজিত 'মর্দানি ২' মুক্তি পাবে ১৩ ডিসেম্বর।