সূত্রের খবর, আগামী বছরের ১৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন রঞ্জন গগৈ।
নিউ দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন রঞ্জন গগৈ। ওই পদে ৩ অক্টোবর তিনি শপথ নেবেন বলে সূত্রের খবর।
প্রথা মেনে প্রধান বিচারপতি দীপক মিশ্র খুব শিগগিরই বিচারপতি গগৈ-এর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের দ্বিতীয় বরিষ্ঠ বিচারপতি। শপথ নেওয়ার পর আগামী বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ওই পদে তিনি বহাল থাকবেন বলে খবর।
প্রধান বিচারপতি দীপক মিশ্রর ভূমিকার সমালোচনা করে জানুয়ারি মাসে যে চার বিচারপতি সাংবাদিক বৈঠক করেছিলেন তাঁদের মধ্যে একজন বিচারপতি রঞ্জন গগৈ। বর্তমানে তাঁর অধীনেই অসম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি ইস্যু মামলার শুনানি চলছে।
দিন কয়েক আগে প্রধান বিচারপতি দীপক মিশ্রর কাছে তাঁর পরবর্তী উত্তরসূরীর নাম জানতে চায় আইন মন্ত্রক। এর উত্তরে ওই পদে তিনি রঞ্জন গগৈ-এর নাম জানাতে চলেছেন বলে সূত্রের খবর। ২ অক্টোবর অবসর নেবেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে অন্ততপক্ষে অবসরের এক মাস আগে উত্তরসূরীর নাম জানানোর নিয়ম।