This Article is From Jan 21, 2019

কলকাতায় এপিজে সাহিত্য উৎসবে উওম্যান'স ভয়েস অ্যাওয়ার্ডে সম্মানিত কবি রঞ্জানি মুরলি

“প্রভা খৈতান উওম্যান’স ভয়েস অ্যাওয়ার্ড” সৃজনশীল লেখকের সৃষ্টিকে চিনতে এবং উৎসাহিত করতেই প্রদান করা হয়।

Advertisement
সিটিস Posted by
কলকাতা :

মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ভারতীয় কবি রঞ্জানি মুরলির মুকুটে জুড়ল কলকাতা সাহিত্য উৎসবের সম্মান। এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভালে রঞ্জানিকে 'উওম্যান'স ভয়েস অ্যাওয়ার্ড' সম্মান প্রদান করা হয়।

গতকাল, রোববার কলকাতার এই সাহিত্য উৎসবে মুরলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শংসাপত্রের পাশাপাশি পুরস্কারের ১ লক্ষ টাকাও প্রদান করা হয় রঞ্জানিকে।

ছ'বছরের ছেলেকে ক্ষতবিক্ষত করে ঘিরে ধরল বন্য কুকুর, তারপরে

একেএলএফের পরিচালক অঞ্জুম কাটিয়াল জানান, “প্রভা খৈতান উওম্যান'স ভয়েস অ্যাওয়ার্ড” সৃজনশীল লেখকের সৃষ্টিকে চিনতে এবং উৎসাহিত করতেই প্রদান করা হয়। শুধু তাই নয়, ভারতীয় সাহিত্যিকদের মধ্যে মহিলাদের লেখা নিয়ে বিশেষ একটি ফোরাম গঠন এবং তাঁদের লেখা প্রকাশনার বিষয়ে ক্রমাগত উৎসাহ জুগিয়ে যাওয়ার উদ্দেশ্যেও এই সম্মান প্রদান করা হয়।

আজ 'সুপার ব্লাড উলফ চন্দ্রগ্রহণ'! কী এই চন্দ্রগ্রহণের বিশেষত্ব? কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ?

Advertisement

রঞ্জানি মুরলির প্রথম কবিতার বই ছিল 'ব্লাইন্ড স্ক্রিন'। ২০১৭ সালের জুলাই মাসে তা প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় কবিতার বই ‘ক্লিয়ারলি ইউ আর ইএসএল' এর আগেই দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট্রি কালেকটিভস এডিটর'স চয়েস পুরস্কারে সম্মানিত হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement