ভক্তের উপরে রেগে গেলেন রাণু (Ranu Mondal)।
হাইলাইটস
- রাণু মণ্ডলের নতুন ভিডিও ভাইরাল
- ভক্তের উপরে রেগে গেলেন রাণু মণ্ডল
- এই ভিডিও দেখে অনেকেই হতভম্ব
নয়াদিল্লি: গত কয়েক মাসে জীবনটা আমূল বদলে গিয়েছে রাণু মণ্ডলের (Ranu Mondal)। রানাঘাট স্টেশনে গান গেয়ে বেড়ানো রাণু এখন ‘তারকা'। সম্প্রতি রাণু মণ্ডলের একটি ভিডিও (Ranu Mondal Video) ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রীতিমতো রেগে গিয়েছেন তিনি। কিন্তু কেন? আসলে সুপার মার্কেটে রাণুকে সামনাসামনি পেয়ে এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। তিনি রাণুকে স্পর্শ করাতেই রাগে ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলেন, তিনি এখন সেলিব্রিটি। তাঁকে স্পর্শ করতে বারণ করেন তিনি। রাণু মন্ডলের এই ভিডিওটি ‘ইন্ডিয়া হিস্ট্রি লাইভ' তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা— ‘‘আমাকে স্পর্শ করবেন না, এখন আমি সেলিব্রিটি।''
Ok, so she didn't like someone touching her. And everyone's automatically assumed that her 'Overnight' fame got to her head. Ever stopped to reason otherwise? 1. What is she's just having a bad day? How nice are any of us, on our bad days? 2. So what if her fame was 'Overnight'? Maybe that's what she was destined for! You clearly didn't pay a dime for it. 3. Celebs throw tantrums all the time! Don't you still pay to go watch them play a role, for which they're paid 10 times your annual income? 4. So what if she slept on footpaths? How does that make her any less of a human? To have bad days or just be plain moody? ▫️To the men insulting women because of your male ego. ▫️To the women insulting other women, just because they make you feel insecure. ▫️To those of you fighting the roadside vendors for a discount, but quietly paying twice the price at a store. ▫️To those of you who step out of religious places, only to gossip about someone who you saw there. ▫️To those of you who'd rather feed a statue, than a hungry mouth. ▫️To those of you who cannot digest the fact that someone else is living a better life than you are. Who gave you the right to judge her, without looking at yourselves first? . Media and words - when misused, can be more lethal than a weapon. Stop assuming stuff about someone you don't even know on a personal level. Everyone is dealing with their own shit. Celeb or not. Period. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . #ranumondal #media #india #indiansinger #stopjudging #saynotobullying #bekind #indian #humansofindia
A post shared by Janice Rose Correa (@janice.the.menace) on
রাণুর অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ভিডিও ক্রুদ্ধ রাণু মণ্ডলকে দেখে হতভম্ব হয়ে গিয়েছেন। নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।
রাতারাতি এক ভিডিওতেই জনপ্রিয়তার শিখর স্পর্শ করেছিলেন রানাঘাটের রাণু মণ্ডল। হয়ে উঠেছিলেন সুপারস্টার। ভিডিওটিতে রানাঘাট রেলওয়ে স্টেশনে তাঁকে লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত 'এক প্যার কা নাগমা হ্যায়' গানটি গাইতে দেখা গিয়েছিল।
ওই ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা দেশে ছড়িয়ে পড়ে তাঁর নাম। হিমেশ রেশমিয়া তাঁকে তাঁর ছবি ‘হ্যাপি হার্ডি অর হির'-এর জন্য গান গাওয়ার প্রস্তাব দেন। একটি নয়, রাণু হিমেশের ছবিতে তিন-তিনটি গান গেয়েছেন— ‘তেরি মেরি কাহানি', ‘আশিকি মে তেরে' ও ‘আদত'।
কেবল হিমেশ রেশমিয়াই নন, স্বয়ং লতা মঙ্গেশকরও প্রশংসা করেছেন রাণুর গানের। তবে কিংবদন্তি গায়িকা একথা জানিয়েছিলেন, সাফল্যের জন্য কাউকে নকল করা কোনও নির্ভরযোগ্য এবং টেকসই পথ হতে পারে না।