This Article is From Sep 11, 2019

Ranu Mondal: ‘‘নিজের কণ্ঠস্বরের উপরে বিশ্বাস ছিল’’ জানালেন রাণু মণ্ডল

Ranu Mondal: ৫৯ বছরের রাণু জানালেন নিজের কণ্ঠস্বরের উপরে তাঁর সব সময়ই বিশ্বাস ছিল। এবং তিনি কখনও আশা ছাড়েননি।

Ranu Mondal: ‘‘নিজের কণ্ঠস্বরের উপরে বিশ্বাস ছিল’’ জানালেন রাণু মণ্ডল

রাণু জানিয়েছেন, নিজের কণ্ঠস্বরের উপরে তাঁর সব সময়ই বিশ্বাস ছিল।

হাইলাইটস

  • রাণুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ (Teri Meri Kahani) মুক্তি পেল ইন্টারনেটে
  • রাণু জানালেন নিজের কণ্ঠস্বরের উপরে তাঁর সব সময়ই বিশ্বাস ছিল
  • রাণু বলেন, তিনি হিমেশ রেশমিয়ার কাছে কৃতজ্ঞ তাঁকে ‘‘বড় সুযোগ’’ দেওয়ার জন্য

‘‘এক প্যায়ার কা নগমা হ্যায়'' গেয়ে রাতারাতি ভাইরাল হন রাণু মণ্ডল (Ranu Mondal)। তারপর জীবনটাই যেন আমূল বদলে গিয়েছে তাঁর। বুধবার হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) নতুন ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির'-এর জন্য তাঁর গাওয়া ‘তেরি মেরি কাহানি' (Teri Meri Kahani) মুক্তি পেল ইন্টারনেটে। এদিন ৫৯ বছরের রাণু জানালেন নিজের কণ্ঠস্বরের উপরে তাঁর সব সময়ই বিশ্বাস ছিল। এবং তিনি কখনও আশা ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন একদিন তিনি মঞ্চে ওঠার সুযোগ পাবেন। পেশাদার গায়ক হিসেবে তাঁর কেরিয়ার প্রসঙ্গে রাণু জানালেন, ‘‘আমি যখন গান করতাম, কখনও ভাবিনি এই দিনটা আসবে। কিন্তু আমার নিজের কণ্ঠস্বরের উপরে বিশ্বাস ছিল। আমি প্রথমে লতা মঙ্গেশকরজির গলার আওয়াজে অনুপ্রাণিত ছিলাম। ছোটবেলায় তাঁর মতো করে গান করতাম। ভবিষ্যতেও আমি গান করব। আমি কখনও আশা ছাড়িনি। হ্যাঁ, আমাকে মঞ্চে ওঠার সুযোগ দিয়েছেন হিমেশজি। এটা আমি ভাবতে পারিনি।''

‘তেরি মেরি কাহানি' গানটির লঞ্চের সময় সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানান রাণু।

লতা মঙ্গেশকরকে কি কপি করেন রাণু, কী বললেন হিমেশ রেশমিয়া?

লতা মঙ্গেশকরের গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়' গানটি গেয়েছিলেন রাণু। সেই ভিডিও ভাইরাল হতেই সুরকার-গায়ক হিমেশ রেশমিয়া তাঁকে রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার'-এর জন্য ডাকেন। এবং তাঁকে তাঁর ছবি ‘হ্যারি হার্ডি অ্যান্ড হির'-এর জন্য দু'টি গা‌ন‌ গাওয়ার অফার দেন।

চলচ্চিত্রে গান গাওয়া প্রসঙ্গে রাণু বলেন, তিনি হিমেশ রেশমিয়ার কাছে কৃতজ্ঞ তাঁকে ‘‘বড় সুযোগ'' করে দেওয়ার জন্য। তিনি বলেন, ‘‘আমি মানুষের ভালবাসার কাছে কৃতজ্ঞ। তাঁরা আমাকে বিপুল ভালবাসা দিয়েছেন। এবং আমি গান গাওয়ার সুযোগ পাই। হিমেশজি আমাকে বড় সুযোগ দিয়েছেন আমার কণ্ঠস্বরের উপরে ভরসা করে। এই ভালবাসা না পেলে আমি হয়তো গান গাওয়ার উপযুক্ত হতে পারতাম ‌না।''

হিমেশ রেশমিয়ার পর, এবার কোন গায়কের সাথে গলা মেলালেন রানু মণ্ডল, দেখুন ভিডিও

রাণু মণ্ডল আরও বলেন, মঞ্চে গাওয়ার সুযোগ সঙ্গীতের সঙ্গে তাঁর বন্ধনকে ছিন্ন করবে না। এর আগে তাঁর গান গাওয়ায় বাধা পড়লেও তিনি কখনও অনুশীলন ছাড়েননি।

তিনি বলেন, ‘‘আমি গান শোনা কখনও বন্ধ করিনি। রফি, মুকেশ, কিশোর কুমার, লতাজি, কুমার শানু, সোনু নিগম— এঁদের গান শুনতাম। আমি ক্যাসেটে ওঁদের গান শুনতাম ও ক্রমাগত শিখতাম।''

রানাঘাট স্টেশনে গান গেয়ে পয়সা রোজগার করতেন তিনি। কিন্তু তাঁর গাওয়া গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খ্যাতি পেতে শুরু করেন রাণু। জীবনটাই বদলে গিয়েছে তাঁর।

.