This Article is From Sep 11, 2019

লতা মঙ্গেশকরকে কি কপি করেন রাণু, কী বললেন হিমেশ রেশমিয়া?

সুরকার হিমেশ রেশমিয়া জানালেন, রাণু মণ্ডল (Ranu Mondal) লতা মঙ্গেশকর দ্বারা অনুপ্রাণিত। কিন্তু তিনি সরাসরি কিংবদন্তি গায়িকাকে কপি করেন না।

লতা মঙ্গেশকরকে কি কপি করেন রাণু, কী বললেন হিমেশ রেশমিয়া?

সম্প্রতি লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, রাণু খুব বড় সাফল্য পাবেন না যদি তিনি কেবল পুরনো শিল্পীদের গলা নকল করে গান করেন।

রাণু মণ্ডল (Ranu Mondal) লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) দ্বারা অনুপ্রাণিত। কিন্তু তিনি সরাসরি কিংবদন্তি গায়িকাকে কপি করেন না। বুধবার সুরকার হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) একথা জানালেন। ‘‘এক প্যায়ার কা নগমা হ্যায়'' গেয়ে রাতারাতি ভাইরাল হন রাণু। তারপর জীবনটাই যেন আমূল বদলে গিয়েছে তাঁর। রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে সোজা বলিউডের প্লেব্যাক— রাণুর রূপকথার মতো উত্থানের পিছনে অবদান রয়েছে হিমেশেরও। তাঁকে প্লেব্যাক করার প্রথম সুযোগ দেন হিমেশই। সম্প্রতি লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, রাণু খুব বড় সাফল্য পাবেন না যদি তিনি কেবল পুরনো শিল্পীদের গলা নকল করে গান করেন। হিমেশ জানাচ্ছেন, লতা মঙ্গেশকরের মন্তব্য সঠিক ভাবে ধরতে হবে।

তাঁর নতুন ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর জন্য দু'টি গান রাণুকে দিয়ে রেকর্ড করান হিমেশ রেশমিয়া। সংবাদমাধ্যমকে হিমেশ বলেন, ‘‘উনি লতাজির দ্বারা অনুপ্রাণিত। কিন্তু কেউই ওঁর মতো কিংবদন্তি হতে পারবে না। উনিই শ্রেষ্ঠ। লতাজির মন্তব্যের অর্থ হল আপনি অনপ্রাণিত হতে পারেন, সেটা ভাল ব্যাপার। কিন্তু সোজাসুজি কপি করাটা প্রয়োজনীয় নয়। এটা উনি করেনও না।''

Viral Video: রাণু মণ্ডলের গান তো শুনেছেন, রাণুর মেয়ের গলায় গান শুনেছেন কি?

হিমেশ জানাচ্ছেন, কোনও গায়কের দ্বারা অনুপ্রাণিত হওয়া আর কোনও মানুষের কাজকে নকল করার মধ্যে পার্থক্য রয়েছে।

হিমেশ বলেন, ‘‘আজ অরিজিৎ সিংহ একজন মহান গায়ক। এবং যদি কেউ তাঁরে হুবহু নকল করতে শুরু করে তাহলে তাতে খুব একটা কাজ হবে না। শেষ পর্যন্ত অনুপ্রাণিত হওয়াটা খুবই দরকারি।''

হিমেশ রেশমিয়ার পর, এবার কোন গায়কের সাথে গলা মেলালেন রানু মণ্ডল, দেখুন ভিডিও

তিনি আরও বলেন, ‘‘আমরা সকলেই কোনও না কোনও ভাবে অনুপ্রাণিত। আমি যখন হাই পিচে গান গাওয়া শুরু করলাম লোকে বলল নাকি সুরের গান। কিন্তু আন্তর্জাতিক গায়কি সবসময়ই নাকি সুরে হয়। এটা এখন সাধারণ ব্যাপার। অনুপ্রেরণা খুব দরকারি... রাণু জন্মগত প্রতিভা।''

তাঁর ছবিতে রাণুর গাওয়া গান ‘তেরি মেরি কাহানি'-র লঞ্চের সময় এই কথা জানান হিমেশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.