This Article is From Jan 04, 2019

ফেসবুক বন্ধুর হাতে গণধর্ষিতা তরুণী, ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে জোর করে বিয়ের অভিযোগ

শামলি, উত্তরপ্রদেশ: নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, সনু ও তার পরিবারের ১০ জন সদস্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুুজু করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিক।

ফেসবুক বন্ধুর হাতে গণধর্ষিতা তরুণী, ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে জোর করে বিয়ের অভিযোগ

মহিলার অভিযোগ, তাঁকে একটি হোটেলে রাখা হয়, সেখানেই তাঁকে ধর্ষণ করে সনু ও তার ভাইয়েরা(প্রতীকী ছবি)

মুজ্জাফ্ফরনগর:

মুজ্জাফ্ফরনগর : ফেসবুক বন্ধু ও তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং জোর করে বিয়ে করার অভিযোগ তুললেন বছর ২৩-এর এক  মহিলা, শুক্রবার এমনই জানিয়েছে পুলিশ।
মহিলার অভিযোগ, তাঁকে একটি হোটেলে রাখা হয়, সেখানেই তাঁকে ধর্ষণ করে সনু ও তার ভাইয়েরা। পুলিশ জানিয়েছে, এখানেই শেষ নয়, ধর্ষণের ভিডিও তুলে তরুণীকে ব্ল্যাকমেল ও জোর করে বিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন নির্যাতিতা।

 

ব্যারাকপুরে ৩০ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগ

মহিলার দায়ের  করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সনু ও তার পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের শামলির এক পুলিশ আধিকারিক।

.