Read in English
This Article is From Oct 31, 2019

National Unity Day: পুলওয়ামায় নিহত সেনার স্ত্রীর হাত থেকে বিশেষ সম্মান গ্রহণ করলেন মোদি

Sardar Vallabhbhai Patel Birth Anniversary: মোদি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা হয়

Advertisement
অল ইন্ডিয়া Edited by

2019 Rashtriya Ekta Diwas: সর্দার বল্লভভাই প্যাটেলকে Statue of Unity-তে সম্মান জানালেন মোদি

কেভাদিয়া :

বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস (National Unity Day)। এই বিশেষ দিন উপলক্ষে গুজরাটে ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় (Pulwama district) সন্ত্রাসবাদীদের হামলায় নিহত ৪২ জন CRPF-এর একজন নাসির আহমদের স্ত্রীর কাছ থেকে একটি স্মৃতিস্মারক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। দেশের সমস্ত পুলিশকর্মীদের পক্ষ থেকে জাতীয় পুলিশ মেমোরিয়াল (National Police Memorial) স্মারকটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদির সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর  সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী (Sardar Vallabhai Patel's birth anniversary) জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ অনুচ্ছেদ ৩৭০, ৩৫এ আসলে "সন্ত্রাসের প্রবেশদ্বার" ছিল: অমিত শাহ

ওই ট্যুইটে লেখা হয়েছে, “১৪ ফেব্রুয়ারি, ২০১৯-এ, #পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪২ জন সাহসী সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। শহিদ সিআরপিএফ হাওলাদার নাসির আহমদের স্ত্রী, প্রধানমন্ত্রী মোদির হাতে ভারতের সমস্ত পুলিশকর্মীদের তরফ থেকে জাতীয় পুলিশ স্মৃতিসৌধের একটি স্মারক তুলে দিচ্ছেন।”

সর্দার প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকীতে, কেন্দ্র প্রাক্তন রাজ্য জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছে। ৩৭০ অনুচ্ছেদে কয়েক দশকের পুরানো বিশেষ মর্যাদাকে বাতিল করার প্রায় তিন মাস পরে এই পদক্ষেপ। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্দার প্যাটেল ভারতীয় ইউনিয়নের ৫৬০০ টি প্রাদেশিক রাজ্যকে একীভূত করছিলেন।

Advertisement

আরও পড়ুনঃ "বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের পরিচয়": বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী মোদি ‘একতা দিবস' বা জাতীয় ঐক্য দিবসের একটি কুচকাওয়াজেও অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মোদি আজ পরবর্তী সময়ে একটি প্রযুক্তি প্রদর্শনী ক্ষেত্র পরিদর্শন করবেন এবং নর্মদা জেলার কেভাদিয়ায় সিভিল সার্ভিস শিক্ষানবিশদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও আশা করা হচ্ছে।

Advertisement

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দিল্লিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানান। রাজধানীতে অমিত শাহ বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমকে পতাকা তুলে দিয়ে ‘রান ফর ইউনিটি' ম্যারাথন শুরু করেন। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের ম্যারাথনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

Advertisement