This Article is From Dec 20, 2018

বিজেপির রথযাত্রা হবে কি? আজ রায় দেবে হাইকোর্ট

নিজের বক্তব্যের সমর্থনে মহত্মা গান্ধির ডান্ডি অভিযানের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ব্রিটিশরাও গান্ধিজির যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু রাজ্য সরকার  সংবিধান প্রদত্ত অধিকার থেকে  বিজেপিকে বঞ্চিত করছে

বিজেপির রথযাত্রা হবে  কি? আজ রায় দেবে  হাইকোর্ট

কয়েক মাস ধরেই রথযাত্রা  বা গণতন্ত্র বাঁচাও যাত্রা  করার কথা  বলছে  রাজ্য বিজেপি।

হাইলাইটস

  • কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই রায় ঘোষণা করবে
  • রথযাত্রার অনুমতি দিলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে দাবি রাজ্যের
  • বিজেপির দাবি শুধুমাত্র আশঙ্কা থেকে যাত্রা বন্ধ করা যায় না
কলকাতা:

বঙ্গ বিজেপির বহু চর্চিত রথযাত্রা মামলার রায় আজ। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই রায় ঘোষণা করবে। এর আগে বুধবারও রাজ্য  সরকারের তরফে হাইকোর্টের বিচারপতি  তপোব্রত চক্রবর্তীকে বলা হয়েছে রথযাত্রার অনুমতি দিলে  আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। অন্যদিকে বিজেপির আইনজীবী এস কে কাপুর অভিযোগ  করেন রাজ্য সরকার গোলমালের আশঙ্কা করছে। গোলমাল হবেই এমন কোনও নিশ্চয়তা নেই।  নিজের বক্তব্যের সমর্থনে মহত্মা গান্ধির ডান্ডি অভিযানের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ব্রিটিশরাও গান্ধিজির যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু রাজ্য সরকার  সংবিধান প্রদত্ত অধিকার থেকে  বিজেপিকে বঞ্চিত করছে। দুপক্ষের সওয়াল শোনার পর বিচারপতি বলেন তিনি আজ রায় দেবেন।

তৃণমূলের মহাসভায় আসুন রাহুল-সোনিয়া, চাইছে না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন ২০১৭ সাল থেকে  এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের দু'হাজারেরও বেশি সভা ও মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু  গোলমালের আশঙ্কা করেই এই  রথযাত্রার অনুমতি দেওয়া  যাচ্ছে না।  

রাহুলই প্রধানমন্ত্রী, ডিএমকে প্রধানের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন মমতা

কয়েক মাস ধরেই রথযাত্রা  বা গণতন্ত্র বাঁচাও যাত্রা  করার কথা  বলছে  রাজ্য বিজেপি। প্রাথমিক ভাবে ঠিক হয় ডিসেম্বর মাসের গোড়া থেকে তিন দিন  যাত্রা হবে। পরে দিন বদলায়। আর  শেষমেশ  রাজ্য  সরকারের নির্দেশে  রথযাত্রাই বাতিল হয়ে  যায়। তারপর থেকে শুরু হয়েছে মামলা। প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা  করে বিজেপি। রায় খুশি না হয়ে  ডিভিশন  বেঞ্চে যায় পদ্ম শিবির। দুই বিচারপতি সিঙ্গল বেঞ্চের বিচারপতির সঙ্গে  একমত পোষণ করেননি। তাঁরা বলেন রথযাত্রা নিয়ে সমাধান সূত্র বের করেত দু'পক্ষ  আলোচনায় বসুক। সেই আলোচনার পর রাজ্য প্রশাসন জানিয়েদেয় রথযাত্রার অনুমতি দেওয়া  যাবে না। এই নির্দেশ পেয়ে  আরও একবার  হাইকোর্টের দ্বারস্থ হয়েছে  বিজেপি। আজ সেই মামলারই রায় বেরবে।

দেখুন ভিডিও :



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.