This Article is From Jan 03, 2019

রথযাত্রা করা নিয়ে বিজেপির আবেদন সাত তারিখ শুনবে সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার আবেদন জানানো হয়। তাতেই শুনানির দিন ধার্য করল আদালত

Advertisement
অল ইন্ডিয়া

লোকসভা নির্বাচনের আগে দলের প্রচার করতে এই যাত্রা  করার পরিকল্পনা নেয় বিজেপি

Highlights

  • রথযাত্রা করা নিয়ে বিজেপির আবেদন সাত তারিখ শুনবে সুপ্রিম কোর্ট
  • বড়দিনের অবকাশ চলার সময়ই আদালতে শুনানির আবেদন জানায় বিজেপি
  • রথযাত্রার অনুমতি চেয়ে পর পর তিনবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি
কলকাতা:

রথযাত্রা করা নিয়ে বিজেপির আবেদন সাত তারিখ শুনবে  সুপ্রিম কোর্ট। বড়দিনের অবকাশ চলার সময়ই আদালতে শুনানির আবেদন জানায় বিজেপি। তখন আদালত জানায়  স্বাভাবিক ভাবে কাজকর্ম শুরু হলে আবেদন করতে। সেই মতো বৃহস্পতিবার আবেদন জানানো হয়। তাতেই শুনানির দিন ধার্য করল আদালত। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং এসকে কউলের ডিভিশন বেঞ্চে বিষয়টির উল্লেখ করেন বিজেপির আইনজীবী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্তর  এজলাসে ধাক্কা খাওয়ার পর প্রত্যাশামতোই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বঙ্গ  বিজেপি। রথযাত্রার অনুমতি চেয়ে পর পর তিনবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ  হয় বিজেপি।

ধর্মঘটের পাশে থাকুন, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি বাম শ্রমিক সংগঠনের

 রথযাত্রা নিয়ে অনেক দিন ধরেই টালবাহানা চলছে। একবার বাতিল করে দেওয়ার পর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বলে কয়েকটি শর্ত সাপেক্ষে রথযাত্রা করতে পারবে বিজেপি। এই রায়কে  চ্যালঞ্জ করে  কলকাতা  হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাতে প্রথমে স্থগিতেদেশ দেয় আদালত। পরে তা খারিজ করে দেওয়া হয়।

Advertisement

শবরীমালা মন্দিরে প্রবেশ করা দুই ঋতুমতি মহিলাকে ভক্তরা বাধা দেয়নি: মুখ্যমন্ত্রী

তিনটি রথযাত্রা করে রাজ্যের বিভিন্ন জেলায় যাওয়ার  প্রচার  করতে চায় বিজেপি। লোকসভা নির্বাচনের আগে দলের প্রচার করতে এই যাত্রা  করার পরিকল্পনা নেয় বিজেপি।

Advertisement

 

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement