কলকাতা: সর্বভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সোমবার ডেপুটি গভর্নর ভিরাল আচার্যর সুরেই সুর মিলিয়ে ব্যাঙ্কটিকে স্বায়ত্তশাসনের আওতায় আনার আবেদন জানানো হল। সোমবার সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, "রাষ্ট্রের সবথেকে বড় ব্যাঙ্কটিকে নিজের অধীনে না রাখার ব্যাপারে এবার কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়া উচিত। দু'পক্ষের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত যত শীঘ্র সম্ভব গ্রহণ করা হোক"। কেন্দ্রের 'হাত' থেকে 'স্বাধীন' হতে চাওয়ার ব্যাপারে কর্মচারী সংগঠনের সঙ্গে সহমত হয়ে ডেপুটি গভর্নর বলেন, দেশের বৃহত্তম ব্যাঙ্কের স্বাধীনতায় কেন্দ্র বারবার হস্তক্ষেপ করলে তা দেশের অর্থনীতির পক্ষে মোটেই সুখকর হবে না।
এ ডি স্রফ স্মারক বক্তৃতা দিতে উঠে গত 27 অক্টোবর ভিরাল আচার্য বলেছিলেন, "ব্যাঙ্কগুলিকে সক্রিয়ভাবে কাজ করার মতো স্বাধীনতা দিলে তাতে দেশের মানুষেরই মঙ্গল। এটি খুব তাড়াতাড়িই আমাদের বুঝতে হবে"।