হাইলাইটস
- বৃহস্পতিবার সকালে প্রায় ২,৫০০-এর বেশী উড়ান বাতিল, ৩,৫০০-এর বেশি দেরী করে
- ২০ বছরেরও বেশী সময় পর এই ধরণের মেরুঝড় এল মধ্যপশ্চিম ও উত্তরপূর্বে
- মেরুঝড়ের দিক বদল হওয়ায় এই তীব্র শৈত্যপ্রবাহ
সুমেরু অঞ্চল থেকে আসা প্রবল ঝোড়ো হাওয়ায় রেকর্ড ছাড়িয়েছে পারদের পতন, আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে ১২ জনের মৃত্যু হয়েছে, সেই ঠান্ডা ছড়িয়ে পড়ছে পুর্বাংশেও, এর ফলেই উত্তর পূর্বে হিমাঙ্কের নীচে নামছে তাপমাত্রা। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকলেও সপ্তাহান্তে পারদ একটু ঊর্দ্ধমুখী হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছিল।
ফোনে নেওয়া সাক্ষাৎকারে জাতীয় আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “মধ্য পশ্চিমাঞ্চলের ওপরের দিকে আজ ছিল সর্বনিম্ন তাপমাত্রা, এখনও এখানে ভয়ঙ্কর ঠান্ডা রয়েছে”। সতর্কবার্তায় তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার মিনেসোটা ও মিশিগানের ওপরের দিকে,তাপমাত্রা থাকবে মাইনাস ২০ ডিগ্রি ফারেনাইট(মাইনাস ২৯ ডিগ্রি সেন্টিগ্রেড)। উত্তর ডাকোটার তাপমাত্রা হবে মাইনাস ৩০ ডিগ্রি ফারেনহাইট।
মরা মাছের নদী; অষ্ট্রেলিয়ার তীব্র খরায় হাজারে হাজারে মরছে মাছ
বায়ুস্তরের স্ট্র্যাটোস্ফিয়ারে উত্তর মেরুর দিকে বাতাস বইতে থাকে, কিন্তু তার দিক পরিবর্তন হয়ে মেরু ঝড়ের কারণেই প্রবল শৈত্যপ্রবাহ তৈরি হয়েছে। এবং এটির প্রভাবে পূর্বদিক থেকে ম্যাসাচুসেটস সহ পুরো মার্কিন মুলুক, পেনসিলভানিয়া নিউইয়র্কে ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বস্টনের তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি ফারেনহাইট(মাইনাস ১৫ ডিগ্রি)সেলসিয়াস।
ওরিসনের কথায়, “ শৈত্যের দিক থেকে আজ ছিল সবচেয়ে খারাপ দিন”।তিনি বলেন, “মধ্য আটলান্টিক এবং উত্তরপূর্বে এটাই সবচেয়ে ঠান্ডা মেরুঝড়”।
আধিকারিক এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রবল ঠান্ডায় শনিবার থেকে মধ্য পশ্চিমাঞ্চলে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে ঠান্ডার জন্য পথ দুর্ঘটনায়, দৃশ্যমানতা সহ অন্যান্য কারণে বাকিদের মৃত্যু হয়েছে।
সিডার রাপিডস, লোয়া, ভিডিওতে দেখা গেছে, চলতি সপ্তাহে ফুটন্ত জল ওপরের দিকে ছুড়ে দিলেই ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। যাতে জমে না যায়, তার জন্য শিকাগোয় পরিবহন কর্মীরা রেললাইনে আগুন ধরিয়ে দিয়েছেন।
প্রথমে অগ্নুৎপাত পরে সুনামির জেরে ইন্দোনেশিয়ায় ২২২ জনের মৃত্যু, আহত ৮০০
কেন্টুকি, তেনসি, এবং আপার জর্জিয়া মতো দক্ষিণ অংশে তাপমাত্রাও একাঙ্কে নেমেছে। মিনেসোটায় বুধবার তাপমাত্রা ছিলল সবচেয়ে কম প্রায় মাইনাস ৪০ ডিগ্রি ছিল সেখানকার তাপমাত্রা। কিন্তু ছবিটার বদল হতে চলেছে।এই সপ্তাহের শেষের দিকে, বাড়বে, তখনই বরফ গলতে শুরু করবে।তারপরেই আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিলবে। ওরিসনের মতে, “তুলনামূলকভাবে এটা একটু স্বস্তিদায়ক হতে চলেছে”।
এই আবহাওয়ার ফলে প্রায় কয়েকশো পথ দুর্ঘটনা ঘটেছে। গ্র্যান্ড রাপিড্স, মিশিগান, প্রায় ২৪ টি গাড়ি পরপর ধাক্কা মেরেছে বলে স্থানীয় সাংবাদমাধ্যম জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রায় ২,৫০০-এর বেশী উড়ান বাতিল করা হয়েছে, ৩,৫০০-এর বেশি উড়ান দেরী করেছে।