কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক-সহ পড়ুয়ারা করোনা যোদ্ধা হিসেবে কাজ করার ইচ্ছাপ্রকাকাশ করেছেন। (প্রতীকি ছবি)
কলকাতা: সদ্য কলেজ পাশ করা বিজ্ঞান স্নাতকদের করোনা-যোদ্ধা (Corona warriors) হিসেবে নিয়োগ করুক সরকার । পাশাপাশি বন্ধ থাকা কলেজ-বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার নমুনা পরীক্ষাগার হিসেবে ব্যবহার হোক। সম্প্রতি প্রধানমন্ত্রীকে (PM Modi) এমন পরামর্শ দিলেন শিক্ষাবিদরা । তাঁদের দাবি, "এর জেরে কর্মসংস্থান বাড়বে আর নমুনা পরীক্ষার বহর বাড়িয়ে দ্রুত রিপোর্ট হাতে পাওয়া যাবে।" জানা গিয়েছে, এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০ এপ্রিল চিঠি পাঠিয়েছেন ৬০০ শিক্ষাবিদ।'ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স' মঞ্চ থেকে পাঠানো এই চিঠিতে দেশের বিজ্ঞানী-সহ ছয় শতাধিক শিক্ষাবিদদের স্বাক্ষর রয়েছে। পাশাপাশি এই মঞ্চের কলকাতা শাখা সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য তুলে ধরেছে। পশ্চিমবঙ্গ শাখার তরফে দাবি করা হয়েছে, যাদের স্বাক্ষর আছে, তাঁদের বেশিরভাগ রাজ্যের বাসিন্দা। হয় এ রাজ্যের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে কর্মরত। কিংবা দেশের অন্য প্রথমসারির কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্মরত।
রেশন বিতরণ নিয়ে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় পুলিশ-জনতা সংঘর্ষ
সেই চিঠিতে উল্লেখ, "সদ্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাশ করা বিজ্ঞান স্নাতকদের করোনা যোদ্ধা হিসেবে নিয়োগ করা হোক। কিংবা ওদের প্রশিক্ষিত করা হোক। পাশাপাশি বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের জীবন-বিজ্ঞানের গবেষণাগার নমুনা পরীক্ষাগার হিসেবে ব্যবহার হোক।" তাঁরা লিখেছেন, দেশীয় পদ্ধতিতে ভেন্টিলেটর উৎপাদন বাড়ানোর প্রয়োজন আছে। এমনকি, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক-সহ পড়ুয়ারা করোনা যোদ্ধা হিসেবে কাজ করার ইচ্ছাপ্রকাকাশ করেছেন। সেই চিঠিতে এমন দাবিও করা হয়েছে।
“এতে সুরক্ষা সুনিশ্চিত হবে”, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় কঠোর আইন নিয়ে বললেন প্রধানমন্ত্রী
যারা এই চিঠি পাঠিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম-- শিবপুর আইআইএসইআর-এর অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আইএসআইয়ের অধ্যাপক আহ্লাদি সীতারাম, এসএন বোস জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক দেবাশিস মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পারঙ্গমা সেন, খড়গপুর আইআইটি'র অনুপম বসু আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবব্রত বেরা।