தமிழில் படிக்க Read in English
This Article is From Mar 07, 2019

অস্ট্রেলিয়ান ব্ল্যাক উইডোর সঙ্গে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিষাক্ত সাপের লড়াই দেখেছেন?

রেডব্যাক মাকড়সা অস্ট্রেলিয়ান ব্ল্যাক উইডো নামেও পরিচিত। রবিনের তোলা ছবিতে দেখা যাচ্ছে সাপটি তার জালের মধ্যে বন্দি করার চেষ্টা করছে এই বিষাক্ত সাপটিকে। আরও বিস্ময়ের ব্যাপার হল, মাকড়সাটি মাটি থেকে সাপটাকে তুলেও ফেলেছিল প্রায়।

Advertisement
অল ইন্ডিয়া

রেডব্যাক মাকড়সার (Redback spiders) সঙ্গে ইস্টার্ন ব্রাউন স্নেকের লড়াই

মাকড়সার সঙ্গে সাপের যুদ্ধ দেখেছেন কখনও? সম্প্রতি লাল পিঠের একটি মাকড়সার (Redback) সঙ্গে বিষাক্ত একটি সাপের যুদ্ধে ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। রবিন ম্যাকলেনান গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে এই ভয়ঙ্কর যুদ্ধ চাক্ষুষ করেন। রবিন ফেসবুকে ফিল্ড ন্যাচারালিস্টস ক্লাব অফ ভিক্টোরিয়া নামক একটি গ্রুপে সাপের সঙ্গে মাকড়সার লড়াইয়ের ভিডিও আপলোড করতেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল। এই সাপটি হল ইস্টার্ন ব্রাউন স্নেক (Eastern brown snakes), এই সাপগুলি পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক বিষাক্ত সাপ, আর রেডব্যাক মাকড়সাও অত্যন্ত বিষাক্ত প্রজাতির মাকড়সা। 

সাতফুটের দৈত্য মাছ, ১২ হাজার কিলোমিটার সাঁতরে অবশেষে মৃত হুডউইঙ্কার সানফিশ

রেডব্যাক মাকড়সা অস্ট্রেলিয়ান ব্ল্যাক উইডো নামেও পরিচিত। রবিনের তোলা ছবিতে দেখা যাচ্ছে সাপটি তার জালের মধ্যে বন্দি করার চেষ্টা করছে এই বিষাক্ত সাপটিকে। আরও বিস্ময়ের ব্যাপার হল, মাকড়সাটি মাটি থেকে সাপটাকে তুলেও ফেলেছিল প্রায়।

 
 
 
 
 
 

ভয়ঙ্কর ভাইরাল! টিভি অ্যান্টেনায় ঝুলন্ত অজগর, চার ঘণ্টায় গিলে খেল বিশাল পাখিকে

Advertisement

ব্রিসবেনের সাপুড়েদের মতে, রেডব্যাক মাকড়সা এর সামনের দু'টি শুঁড়ের মাধ্যমে আলফা-ল্যাট্রোটক্সিন নামক একটি জটিল বিষ দিয়েই তাদের শিকারকে হত্যা করে। মাকড়সা ও সাপের মধ্যে মারাত্মক যুদ্ধের একটি ছবি শেয়ার করে তাঁরা লিখেছেন: “অনেক লোকই মনে করবেন এটি দুর্লভ ঘটনা, আসলে এটি একটি সাধারণ ঘটনা। কেবল মানুষ সাধারণত দেখতে পান না।” সাপুড়ে জেরোড বিংহামকে ওই সাপ শনাক্ত করার জন্য গত সোমবার ডাকা হয়েছিল। তিনি বলেন, “রেডব্যাক মাকড়সাটি ওই সাপের মুখের ভেতরেই ছিল এবং ধীরে ধীরে বের হয়ে যায়।”

 
 

 

 

Advertisement
Advertisement