‘সিক্রেট সান্টা’ হলেন ধনকুবের বিল গেটস।
‘সিক্রেট সান্টা' হলেন বিল গেটস (Bill Gates)। ‘রেডিট' সংস্থার তরফে আয়োজিত এক অনলাইন ক্রিসমাস গিফট আদানপ্রদান কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন ডেট্রয়েটের বাসিন্দা এক মহিলা শেলবি। ক্রমে তিনি আবিষ্কার করলেন তাঁর ‘সিক্রেট সান্টা' বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ধনকুবের বিল গেটস! ২০১৩ সাল থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যোগ দিচ্ছেন এই ‘রেডিট গিফট এক্সচেঞ্জে'। ‘সিএনএন' -কে শেলবি জানান, ‘‘এটা সবারই জানা বিল গেটসবহু বছর ধরেই এতে অংশ নিচ্ছেন। কিন্তু আমি কখনও ভাবিনি উনিই আমার সিক্রেট সান্টা হবেন।'' তিনি বলেন, ‘‘এটা সত্যিই অভাবনীয়।''
শেলবি জানিয়েছেন, তিনি বিল গেটসের থেকে ৩৬ কেজির উপহার পেয়েছেন। সেখানে অনেক কিছুর সঙ্গে রয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবি'-র এক সুন্দর পাণ্ডুলিপি, একটি হ্যামক, চকোলেট, হ্যারি পটারের সান্টা টুপি। এছাড়াও রয়েছে তাঁর বিড়ালের জন্য উপহারও।
এই উপহার ছাড়াও বিল গেটস ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন'-এ শেলবির মায়ের নামে অনুদান জমা করেছেন। শেলবির মা মারা গিয়েছেন তাঁর বিয়ের দশ দিন আগে।
এমন অভাবনীয় উপহারমালা পেয়ে অভিভূত শেলবি লিখে জানান, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি এমন বিশেষ ও ব্যক্তিগত উপহার পেয়েছেন।
তবে তাঁর মতে সেরা উপহার নিঃসন্দেহে ‘আমেরিকান হার্ট সেন্টার'-এ তাঁর মায়ের নামে জমা পড়া অনুদান। তিনি বলেন, তাঁর পক্ষে এই অনুভূতিকে প্রকাশ করা সম্ভব নয়।
Click for more
trending news