This Article is From Jul 15, 2020

ঘরোয়া উদ্যোগে ফাইভ-জি পরিষেবা প্রদানে উদ্যোগী জিও: মুকেশ আম্বানি

ইতিমধ্যে ২০টি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে জিও ফোর-জি, ফাইভ-জি ক্লাউড, ওএস তৈরি করেছে

ঘরোয়া উদ্যোগে ফাইভ-জি পরিষেবা প্রদানে উদ্যোগী জিও: মুকেশ আম্বানি

নিজেদের উদ্যোগে ৫জি কেবল অপটিক তৈরিতে উদ্যোগ নেবে জিও: রিলায়েন্স

মুম্বই:

ব্যক্তিগত উদ্যোগে ফাইভ-জি (Reliance 5G service) পরিষেবা আনতে চলেছে রিলায়েন্স জিও। বুধবার এই ঘোষণা করলেন মুকেশ আম্বানি। তিনি বলেছেন, জিও ব্যক্তিগত উদ্যোগে ফাইভ-জি পরিষেবা বাজারে আনতে চলেছে। স্পেকট্রাম লাইসেন্স হাতে পাওয়া গেলে আর ট্রায়াল শেষ হলে আগামি বছরের মধ্যেই এই পরিষেবা বাজারে আসবে।" সংস্থার বার্ষিক জেনারেল বৈঠকে এই ঘোষণা করেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। জিও বর্তমান ফোর-জি পরিষেবা সফটওয়্যার প্রযুক্তি নির্ভর। সেই পরিষেবার প্রসঙ্গে টেনে মুকেশ আম্বানি বলেছেন, "এই পরিষেবার দক্ষতা ও সক্ষমতা ফাইভ-জি'র মধ্যেও পাওয়া যাবে।"

ইতিমধ্যে ২০টি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে জিও ফোর-জি, ফাইভ-জি ক্লাউড, ওএস তৈরি করেছে। এই প্রযুক্তি ব্যবহার করে ফাইভ-জি পরিষেবা বাজারে ছাড়তে উদ্যোগী জিও। এমনটাই জানান রিলায়েন্সের কর্নধার। তিনি বলেছেন, "প্রচারমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্মার্ট সিটি, ও উৎপাদন ক্ষেত্রে গতি আনতে এই পরিষেবা কার্যকরী।"

.