কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় গায়ক পন্ডিত অরুণ ভাদুড়ি। সোমবার সকালে মহানগরীর একটি হাসপাতালে অরুণ ভাদুড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে পণ্ডিত অরুণ ভাদুড়ির বয়স হয়েছিল ৭৫, রেখে গিয়েছেন তাঁর স্ত্রী ও পুত্রকে।
বাংলা গান ও ভজনের বিশিষ্ট শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগে ভুগছিলেন। সঙ্গীত জগতের এই শ্রদ্ধেয় শিল্পীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন।
মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি পণ্ডিত অরুণ ভাদুড়ির মৃত্যুতে মর্মাহত। পণ্ডিত রামপুর ঘরানার অন্যতম পথপ্রদর্শক। তিনি রাজ্য সঙ্গীত আকাদেমির একজন বিশিষ্ট উপদেষ্টা ছিলেন। ২০১৪ সালে রাজ্যসরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা।"
প্রবীণ এই গায়ক শিল্পী অরুণ ভাদুড়ি আইটিসি সঙ্গীত গবেষণা আকাদেমির শিক্ষক ছিলেন এবং রেডিও ও টেলিভিশন শিল্প মহলেও তাঁর স্থান ছিল বেশ শীর্ষেই। পন্ডিত অরুণ ভাদুড়ি ভারতীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলে মহাম্মদ এ দাউদ এবং মহাম্মদ সাগিরউদ্দিন খানের কাছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)