চণ্ডীগড়ে এক ব্যক্তি প্লাস্টিকের স্তূপ তৈরিতে মগ্ন। (রয়টার্স)
নয়াদিল্লি: ২ অক্টোবর থেকে প্লাস্টিকজাত (Plastic Products) ব্যাগ, কাপ ও স্ট্র নিষিদ্ধ হতে চলেছে দেশজুড়ে। সরকারি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। দেশকে প্লাস্টিকমুক্ত করতে এই পদক্ষেপ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ২০২২ সালের মধ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী ২ অক্টোবর, মহাত্মা গান্ধির জন্মদিনের দিন থেকে ছ'টি প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করতে চান বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, ছোট বোতল, স্ট্র ও নানা রকমের স্যাশে রয়েছে বলে নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রে জানা গিয়েছে। ওই সূত্র জানাচ্ছে, ওই প্লাস্টিকজাত দ্রব্যগুলির নির্মাণ, ব্যবহার ও আমদানি নিষিদ্ধ করা হবে।
এবিষয়ে প্রধান ভারপ্রাপ্ত পরিবেশ ও আবাসন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে মেল করা হলেও কোনও সাড়া মেলেনি।
প্লাস্টিক বর্জন আন্দোলনে পাশে থাকার জন্য Aamir Khan কে ধন্যবাদ PM Modi -র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ২ অক্টোবর এবিষয়ে বড় পদক্ষেপ করার আহ্বান জানান দেশের নাগরিক ও সরকারিসংস্থাগুলিকে।
সারা বিশ্ব জুড়েই প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। বলা হচ্ছে ৫০ শতাংশ প্লাস্টিকজাত দ্রব্য সমুদ্রে পৌঁছে যাচ্ছে। এর ফলে সেখান জীবজগৎ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের খাদ্যশৃঙ্খলও তার ফলে প্রভাবিত হচ্ছে।
২০২১ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের তরফে প্লাস্টিকের স্ট্র, ছুরি, চামচ, কটন বাড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতে ছ'টি প্লাস্টিকজাত সামগ্রী নিষিদ্ধ করা হলে ভারতে বার্ষিক ১৪ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্যের ৫ থেকে ১০ শতাংশ কমানো যাবে।
প্রথম ছ'মাস বিকল্প ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এরপর থেকে জরিমানার ব্যবস্থা করা হতে পারে। এরই মধ্যে কয়েকটি রাজ্যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও ই-কমার্স সংস্থাগুলিকে জানানো হয়েছে, প্লাস্টিক প্যাকেটে তাদের সামগ্রী প্যাক না করতে। তাহলে ৪০ শতাংশের কাছাকাছি বার্ষিক প্লাস্টিক ব্যবহার কমানো যাবে বলে সরকারি সূত্র জানাচ্ছে।
রবিবার ‘মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলের কাছে আবেদন করেন, ২ অক্টোবর থেকে দেশকে প্লাস্টিকমুক্ত করার আন্দোলন শুরু করতে। এবং পৌরসভা, স্বেচ্ছাসেবী সংস্থা ও কর্পোরেট সংস্থাকে এগিয়ে আসতেন বলেন দিওয়ালির আগে প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার উদ্যোগকে সফল করার জন্য।