রাজ্যস্তরে একটি মিটিংয়ের পরে দিল্লি সরকার সম্প্রতি জানিয়েছে, এই রোগ মোকাবেলায় সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছে সরকারি হাসপাতালগুলি
হাইলাইটস
- আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১৯ বলে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে
- মঙ্গলবার আরও ১০৪টি নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বেশ কিছু ‘প্রিভেন্টিভ মেজার্স’ জানিয়েছে
নিউ দিল্লি: ফের সোয়াইন ফ্লু-এ মৃত্যুর ঘটনা সামনে এলো দিল্লিতে। পাশাপাশি নতুন আরো ১২৪ জন ইনফ্লুয়েঞ্জা এ (এইচ ওয়ান এন ওয়ান) আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১৯ বলে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে।
সোমবার দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৫। তার মধ্যে ৭১২ জন সাবালক এবং ১৮৩টি শিশু।
মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে গুলি করার দায়ে গ্রেফতার হিন্দু মহাসভার সম্পাদক
মঙ্গলবার আরও ১০৪টি নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে কুড়ি জন শিশু। সোমবারই একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার দিক থেকে সোমবার রেকর্ড করে ফেলেছে দিল্লি।
সফদরজং হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিদের মধ্যে এই মরশুমে সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে তিনটি মৃত্যুর খবর সামনে এসেছে। আরএমএল হাসপাতাল অবশ্য ১০টি মৃত্যুর খবর জানিয়েছে।
ইনফ্লুয়েঞ্জা এ (এইচ ওয়ান এন ওয়ান) নিয়ে রাজ্যস্তরে একটি মিটিংয়ের পরে দিল্লি সরকার সম্প্রতি জানিয়েছে, এই রোগ মোকাবেলায় সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছে সরকারি হাসপাতালগুলি।
সন্ন্যাসিনীদের যৌন নিগ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছেন কয়েকজন বিশপঃ পোপ
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই রোগ নির্ণয়, চিকিৎসা, ভ্যাকসিন এবং আলাদা করে রাখার রিস্ক নিয়ে বেশ কিছু ‘প্রিভেন্টিভ মেজার্স' হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগে জানিয়েছে। দিল্লি স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন সব হাসপাতালকে ভেন্টিলেশন তৈরি রাখতে বলা হয়েছে তবে রোগ নিয়ে কোন বিভ্রান্তি ছড়াতেও মানা করা হয়েছে।
বিভিন্ন সংবাদপত্রে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।
যে সব রোগীরা ইতিমধ্যে কম ইমিউনিটি, ব্লাড ক্যান্সার, রেনাল ট্রানস্প্লান্ট, ডায়াবেটিস, হার্টের রোগে ভুগছেন তাদের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
সরকারের তরফে জানানো হয়েছে সোয়াইন ফ্লু সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে ০১১২২৩০০০১২, ২২৩০৭১৪৫।
আরও খবর দেখুন এখানে