This Article is From Dec 24, 2019

'বড় অংকের' জ্যাকপট জেতার বিভ্রান্তি, কাজ ছেড়ে বিপাকে স্পেনের সাংবাদিক

সেই টিভি রিপোর্টার নাটালিয়া স্কুডেরও জানতে পারে লটারি সে জিতেছে বটে কিন্তু পুরস্কার মূল্য খুবই কম

'বড় অংকের' জ্যাকপট জেতার বিভ্রান্তি, কাজ ছেড়ে বিপাকে স্পেনের  সাংবাদিক

২ তারিখ সেই জ্যাকপোতের বিজেতার নাম ঘোষণার সময় এই বিপত্তি ঘটে

লটারিতে "বড় অংকের' টাকা জিতে উচ্ছাসে কাজে ইস্তফা দিয়ে বিপাকে পড়লেন স্পেনের এক টিভি রিপোর্টার। পরে সেই টিভি রিপোর্টার নাটালিয়া স্কুডেরও জানতে পারে লটারি সে জিতেছে বটে কিন্তু পুরস্কার মূল্য খুবই কম। আর গোটা এই ঘটনা ধরা পড়েছে লাইভ টিভি ক্যামেরায়। ফলে তার কীর্তি দেখে বড়দিনের আগে হেসে লুটোপুটি খাচ্ছেন স্প্যানিশরা। জানা গেছে সে দেশের সবচেয়ে বোরো জ্যাকপট এল গোরদো (বাংলায় খুব বড়)। প্রতি  ক্রিস্টমাসের আগে অনুষ্ঠিত হয় এই জ্যাকপট। 

এবছর ২২ তারিখ সেই জ্যাকপটের বিজেতার নাম ঘোষণার সময় এই  বিপত্তি ঘটে। ঘোষকের থেকে নিজে নাম শুনে তিনি ধরে নেন জ্যাকপটের পুরো (৪ মিলিয়ন ইউরো) টাকাটাই তিনি জিতেছেন। সেই আনন্দে লাফাতে লাফাতে তিনি ঘোষণাও করে দেন, "অনেক বড় অংকের টাকা জেতায় আগামিকাল থেকে আমি  আর কাজে আসবো না।" কিন্তু তাঁর ভুল ভাঙে যখন  জেতা টাকার আসল অঙ্কটা সে শুনতে পায়। সে জিতেছে মোট পুরষ্কারমূল্যের কিছুটা অংশ। অর্থাৎ মাত্র ৪ হাজার ইউরো।, ফলে সে সময় লজ্জার এক শেষ। আর তাঁর এই গোটা কীর্তি ধরা পরে লাইভ টিভি ক্যামেরায়। ফলে মুখ লুকানোর জায়গা না পেয়ে টোমেট করতে বাধ্য হন নাটালিয়া। যাতে তিনি লেখেন, " গত কয়েকদিন ধরে তিনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

Click for more trending news


.