This Article is From Jul 22, 2020

সুপ্রিম কোর্টে ভোডাফোনের স্বস্তি! ৮৩৩ কোটি টাকা ফেরাতে আয়কর দফতরকে নির্দেশ

ভোডাফোন আইডিয়া-সহ ভারতী এয়ারটেল ও টাটা টেলিকম মিলিয়ে সরকারের প্রাপ্য ১.৬ লক্ষ কোটি টাকা

সুপ্রিম কোর্টে ভোডাফোনের স্বস্তি! ৮৩৩ কোটি টাকা ফেরাতে আয়কর দফতরকে নির্দেশ

সরকাপরের কাছে ভোডাফোন আইডিয়ার দেনার দায়ে ৫০,৩৯৯ কোটি টাকা দেনা।

নয়াদিল্লি:

কর হিসেবে প্রাপ্ত ৮৩৩ কোটি টাকা ভোডাফোন-আইডিয়াকে ফেরাবে আয়কর দফতর। বুধবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আয়কর দফতর এই টাকা ফেরালে আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা এই টেলিকম সংস্থা অনেকটা সুরাহা পাবে। এদিকে, এখনও এজিআর বাবদ ভারত সরকারের কাছে ৫০,৩৯৯ কোটি টাকা বকেয়া পড়ে ভোডাফোনের। যদিও আয়কর দফতর আবেদন করেছিল, বকেয়ার থেকে এই টাকা বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই আবেদন খারিজ করে বম্বে হাইকোর্টের নির্দেশ জারি রাখল শীর্ষ আদালত। আদালত বলেছে, সম্ভাবনার বলে আয়কর দফতর কোনও টাকা আটকে রাখতে পারে না।

এর আগে দফতর থেকে হাজার কোটি টাকা পাওনা চেয়ে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এই টেলিকম সংস্থা। সেই আবেদনের প্রেক্ষিতে সরকারকে ৮৩৩ কোটি টাকা বকেয়া মেটাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টর বিচারপতি আরডি ধানুকা ও মাধব জামদারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

এদিকে, ভোডাফোন আইডিয়া-সহ ভারতী এয়ারটেল ও টাটা টেলিকম মিলিয়ে সরকারের প্রাপ্য ১.৬ লক্ষ কোটি টাকা। টেলকোর তরফে বলা হয়েছিল, ২০ বছরের মেয়াদে এই টাকা শোধ করা যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট যত দ্রুত সম্ভব সেই টাকা ফেরাতে নির্দেশ দিয়েছে।

.