This Article is From Jan 26, 2019

Republic Day 2019: প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সামরিক শক্তির প্রদর্শন করল ভারত,১০টি তথ্য

2019 Republic Day:আজ ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের মূল অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি।

Republic Day 2019: প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সামরিক শক্তির প্রদর্শন করল ভারত,১০টি তথ্য

Republic Day Parade 2019:এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি।

হাইলাইটস

  • গোটা দিল্লির নিরাপত্তায় ছিলেন ২৫ হাজার নিরাপত্তা কর্মী
  • দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
  • লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ প্রজাতন্ত্র দিবস
নিউ দিল্লি: আজ ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের মূল অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। এবারের প্যারেড চল মোট ৯০ মিনিট । ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি উঠে আসবে রাজধানীর রাজপথে। তাছাড়া অনুষ্ঠান ঘিরে গোটা দিল্লিতে থাকছে কড়া নিরাপত্তা। মোতায়েন থাকছেন প্রায় ২৫ হাজার পুলিশ কর্মী।সকালে অমর জওয়ান জ্যোতিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। সামরিক শক্তিরও  প্রদর্শন হয়। স্থল থেকে বায়ু - সব জায়গাতেই শক্তি প্রদর্শিত হল।

রইল দশটি গুরুত্বপূর্ণ তথ্য

  1.  গতকাল জাতীর উদ্দেশে  ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাতে তিনি বলেছেন বহুত্ববাদই ভারতের বৈশিষ্ট। পাশাপাশি উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণের প্রশংসাও করেছেন তিনি।  সকালে অমর জওয়ান জ্যোতিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।     

  2.  এবারই প্রথম ভারতে এসেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে  স্ত্রী ছাড়াও  আছেন সে দেশের ব্যবসায়ীদের একটি দল। 

  3. এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি। অসম রাইফেলসের মহিলারা এই  কুচকাওয়াজে নেতৃত্ব দেন। তাছাড়া আরেক মহিলা অফিসার রাজপথে বাইক নিয়ে  নানা রকমের কসরত করেন।সামরিক শক্তিরও  প্রদর্শন হয়। স্থল থেকে বায়ু - সব জায়গাতেই শক্তি প্রদর্শিত হল।         

  4. এবারের প্যারেডে অংশ নিলেন আইএনএ-র   চার জন প্রবীণ সৈনিক। মেজর জেনারেল রাজপাল পুনিয়া জানান এঁদের প্রত্যেকের বয়স  ৯০ থেকে ১০০ বছরের মধ্যে। 

  5. এবার গান্ধিজির জন্মের সার্ধ শতবর্ষ পূরণ হচ্ছে। তাঁর সঙ্গে  দক্ষিণ আফ্রিকার বিশেষ সম্পর্ক ছিল। সেটা মনে  রেখেই এবারের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। 

  6. তিন বছর বাদে আবার রেলের ট্যাবলো ছিল প্যারেডে। সেখানে ১৮৯৩ সালের সেই ঘটনাকে স্থান দেওয়া হয়েছে। সেদিন দক্ষিণ আফ্রিকার একটি স্টেশনে লাঞ্ছনার শিকার হন তিনি। তাছাড়া রেলের ট্যাবলোতে ছিল ভারতের দ্রুততম ট্রেন ট্রেন ১৮-এর প্রসঙ্গ। 

  7. পাঞ্জাবের ট্যাবলোর থিম জালিয়নওয়ালাবাগের ঘটনা। ঠিক একশো বছর আগে ওই গণহত্যার ঘটনাটি ঘটেছিল। এর  আগে  দু'বার পাঞ্জাবের  ট্যাবলো প্যারেড দেখা গিয়েছিল। .অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার দিল্লিতে ধরা পড়েছে  দুই সন্দেহভাজন জঙ্গি। পুলিশের দাবি তারা নাশকতার ছক করেছিল।  

  8. রাজপথে ছিল   ৪০০টি মেটাল ডিরেক্টর। 

  9. দিল্লি মেট্রোর পরিষেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে অনুষ্ঠানের জন্য। সেট্রাল সেক্রেটারিয়েট এবং উদ্যোগ ভবন স্টেশন বন্ধ থাকছে  দুপুর ১২টা পর্যন্ত। 

  10. পৌনে ন'টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ প্যাটেল চক স্টেশনও।              



Post a comment
.