This Article is From Jan 25, 2020

Republic Day 2020: এবছরের প্যারেডে থাকছে কী কী বিশেষ চমক?

প্যারেডের প্রধান অতিথি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো।

Republic Day 2020: এবছরের প্যারেডে থাকছে কী কী বিশেষ চমক?

Republic Day 2020: ২২টি ট্যাবলো প্রদর্শিত হবে

হাইলাইটস

  • ২২টি ট্যাবলো নামবে রাজপথে
  • আকাশপথে-স্থলপথে ভারতীয় সামরিক ও আধা-সামরিক বাহিনীর কেরামতি প্রদর্শিত হবে
  • প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট
নয়াদিল্লি:

৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, ভারতীয় সংবিধান গৃহীত হয়। পাশাপাশি প্রজাতান্ত্রিক হিসেবে চিহ্নিত হয়। প্রতিবারের মতো রবিবার, অর্থাৎ ২৬ জানুয়ারি সকাল ৯টায় শুরু হবে প্যারেড। প্রায় আড়াই ঘণ্টা চলবে এই অনুষ্ঠান। মূল অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় যুদ্ধ স্মারকে পুস্পস্তবক দিয়ে শহিদদের সম্মানিত করবেন। আর রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করবেন। এর সঙ্গেই চলবে জাতীয় সঙ্গীত এবং ২১টি গান স্যালুট। পাশাপাশি বীরত্বের সম্মান জানাতে অশোক চক্র আর কীর্তি চক্র প্রদান করবেন রাষ্ট্রপতি। ভারতের সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা রাজপথে নিজেদের কেরামতি দেখাবেন। আর বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হবে।

এক ঝলকে দেখে নিন আগামীকালের প্যারেডে কী কী হতে চলেছে:

প্যারেডের প্রধান অতিথি:

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো

Republic Day ট্যাবলো:

  1. ২২টি ট্যাবলো- ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আর ৬টি বিভিন্ন মন্ত্রকের। যেগুলো রাষ্ট্রের সমৃদ্ধ সংস্কৃতিকে প্রদর্শিত করবে।
  2. ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো ভৌগলিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি প্রদর্শিত করবে। 
  3. বিভিন্ন মন্ত্রক, কেন্দ্রের নেওয়া স্টার্ট আপ ও জল জীবন মিশনের ওপর ট্যাবলো প্রদর্শিত হবে। 

প্যারেড থেকে কী প্রত্যাশা:

  1. ক্ষেপণাস্ত্র শক্তি, ট্যাঙ্ক ভীষ্ম, চিনুক আর আপাচে হেলিকপটারের কেরামতি। 
  2. প্যারাসুট আর গ্রেনেডিয়ারস বাহিনীর কেরামতি। শিখ ও কুমায়ুন বাহিনীর কেরামতি। 
  3. নৌবাহিনীর ১৪৪ জন জওয়ানের কেরামতি। নেতৃত্বে জীতিন মালকাট। প্রদর্শিত হবে ভারতীয় নৌ বাহিনী- নীরব, শক্তিশালী এবং দ্রুত। 
  4. বায়ুসেনার কেরামতি। রাফালে, তেজস যুদ্ধবিমানের কেরামতি। আকাশ ও অস্ত্র ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী
  5. ডিআরডিও-র কুচকাওয়াজ আর উপগ্রহ-প্রতিরোধী অস্ত্রের প্রদর্শনী
  6. সি আর পি এফ-এর মহিলা বাইকার বাহিনীর কেরামতি। এটা এই প্রথম প্যারেডে অন্তর্ভুক্ত। সীমা নাগ এই বাহিনীকে নেতৃত্ব দেবেন। 
  7. আকশপথে তিনটি হেলিকপটারের ত্রিশূল প্রদর্শন। 
  8. অ্যাপাচে, ডরনিয়ার হেলিকপটার ও সুপার হারকিউলিস বিমানের আকাশপথে পরিক্রমা।আকাশপথে মিগ-২৯, জ্যাগুয়ার, সুখোই-৩০-এর কেরামতি।

প্রজাতন্ত্র দিবসের পুরস্কার ও পদক:

  1. ১০৪০ জন পুলিশকর্মী সাহসিকতার জন্য রাষ্ট্রপতির থেকে পুরস্কার পাবেন। 
  2. সিআরপিএফ আর জম্মু-কাশ্মীর পুলিশ সবচেয়ে বেশি পুরস্কার ও পদক পাবে। 
  3. ১৫ জন আই টি বি পি জওয়ানকে পুলিশ সার্ভিস পদকে ভূষিত করা হবে। 
  4. ৫৪ জন পাবেন জীবন রক্ষা পদক। 
  5. ৫৪ জন সর্বোচ্চ জীবন রক্ষা পদক, ৮ জন উত্তম জীবন রক্ষা পদক আর ৩৯ জন শুধু জীবন রক্ষা পদক পাবেন। এঁদের মধ্যে পাঁচটি পদক মরণোত্তর হিসেবে দেওয়া হবে।.
  6. সেনা পদক ও যুদ্ধ সেবা পদক দেওয়া হবে ১৫১ জন সেনা জওয়ানকে। যে তালিকায় সেনার শীর্ষ কর্তারাও আছেন। 
  7. রাষ্ট্রপতি পুলিশ পদক চার জনকে প্রদান করা হবে। 

( ANI, PTI থেকে সংগৃহীত)

.