This Article is From Jan 24, 2020

কেন তাঁর ত্বক চকচকে, ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Republic Day 2020: প্রধানমন্ত্রী বলেন, ‘‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম।

Republic Day: প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুরস্কারই শেষ কথা নয়।’’

হাইলাইটস

  • কেন তাঁর ত্বক চকচকে জানালেন নরেন্দ্র মোদি
  • শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি
  • তিনি জানান, অত্যন্ত বেশি ঘামতেন বলেই তাঁর ত্বক চকচকে
নয়াদিল্লি:

তাঁর ত্বক কেন চকচক করে সেই রহস্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি (PM Modi Reveals Why His Skin Glows)। ‘প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার ২০২০' (Prime Minister National Children's Award 2020) প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।'' তিনি পরামর্শ দেন প্রতিটি শিশুরই বেশি করে ঘামা উচিত, অন্তত দিনে চারবার।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দু'টি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরও ভাল করার উৎসাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।'' তিনি জানিয়ে দেন, ‘‘পুরস্কারই শেষ কথা নয়। একদিক দিয়ে এগুলিই তোমাদের জীবনের শুরু।''

প্রধানমন্ত্রী ছোটদের কাছ থেকে জানতে চান, তাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অধিকার না কর্তব্য। জবাবে ছোটরা একসঙ্গে বলে ওঠে, ‘‘কর্তব্য।''

তা শুনে মজা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তাহলে আজ আমি একটা নতুন আইন পাশ করলাম এখানে।''

প্রসঙ্গত, এই পুরস্কারের বিজয়ীরা জম্মু ও কাশ্মীর, অরুণাচলপ্রদেশ, মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তারা সংস্কৃতি, আবিষ্কার, সমাজসেবা, খেলা, সাহসিকতার মতো বিষয়ে দক্ষতা দেখিয়ে এই পুরস্কার জিতেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই বয়সে তোমরা এমন সব কাজ করেছ দেখে আমি অভিভূত। এর থেকে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়ে আঘামী দিনে তোমরা ও আরও ভাল কাজ করবে। কঠিন পরিস্থিতিতে লড়াই করার সাহস দেখিয়েছ তোমরা। যখনই আমি এমন সাহসিকতার শুনি, তোমাদের সঙ্গে কথা বলি, আমিও অনুপ্রেরণা ও শক্তি পাই।''

.