This Article is From May 29, 2018

পাঠ্যক্রমকে সংশোধন করে ইংরেজি কোর্স শুরু করুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বললেন মন্ত্রী

পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের উচ্চশিক্ষা দফতরেরও প্রধান। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তিনি এই ব্যাপারটির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন

পাঠ্যক্রমকে সংশোধন করে ইংরেজি কোর্স শুরু করুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বললেন মন্ত্রী

পাঠ্যক্রমকে সংশোধন করে ইংরেজি কোর্স শুরু করুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বললেন মন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্যক্রম পুনর্বিবেচনার উপর জোর দিয়েছেন। যাতে, পড়াশোনা শেষ করার পর কর্মক্ষেত্রের দুনিয়াটির সঙ্গে লড়াই করতে তাদের কোনও সমস্যার মধ্যে পড়তে না হয়। শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানগুলির কাছে একটি ছএ সপ্তাহের ইংরেজির কোর্স শুরু করার জন্যও অনুরোধ করেছেন।

“বিদেশে গিয়ে দেখেছি, বাইরের দেশ থেকে আসা প্রার্থীদের জন্য একটি ছয় সপ্তাহের ইংরেজি কোর্স অনিবার্য। আমাদের সরকারও ইংরেজি শিক্ষার প্রসারের ব্যাপারে মনোযোগী। বিদেশের মতোই, এখানেও, এই কোর্সটি বাধ্যতামূলক করা দরকার”। গতকাল একটি কেরিয়ার সংক্রান্ত মেলায় এসে এই কথা বলেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের উচ্চশিক্ষা দফতরেরও প্রধান। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তিনি এই ব্যাপারটির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

“আধুনিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রমকেও আধুনিক হতে হবে। একজন পদার্থবিদ্যার ছাত্রের ক্ষেত্রেই ধরা যাক। পরীক্ষার আগে শুধুমাত্র পাঠ্য বই এবং সহায়িকা বই পড়াই তার ক্ষেত্রে যথেষ্ট নয়।তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গেও মানিয়ে চলা শিখতে হবে”। বলেন তিনি।

“একটা কথা সবসময় মাথায় রেখে দেবে, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাঙ্কের কর্মকর্তা- যা’ই হও না কেন। নিয়োগকর্তা তোমাদের উপযুক্ত মনে না করলে কিন্তু তোমরা চাকরি পাবে না”। ছাত্রছাত্রীদের বলেন পার্থ চট্টোপাধ্যায়।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.