Read in English
This Article is From Nov 04, 2018

দু'য়ের বেশি সন্তান হলে ভোটাধিকার কেড়ে নেওয়া হোকঃ রামদেব

তাঁর মনে হয় দু’য়ের অধিক সন্তান হলে ভোটাধিকার থাকা উচিত নয়।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • রামদেব বলেন, ‘আমার মতো অবিবাহিত লোকেদের সম্মানিত করা উচিত
  • তাঁর মনে হয় দু’য়ের অধিক সন্তান হলে ভোটাধিকার থাকা উচিত নয়
  • যোগের মাধ্যমে শরীর ভাল রাখার নিদান দিয়ে জনপ্রিয় হয়েছেন রামদেব
নিউ দিল্লি :

তাঁর মতো অবিবাহিত ব্যক্তিদের সম্মানিত করা উচিত বলে মনে করেন যোগ গুরু রামদেব। আর তাঁর মনে হয় দুটির অধিক সন্তান হলে ভোটাধিকার থাকা উচিত নয়। একটি অনুষ্ঠানে রামদেব বলেন, "আমার মতো অবিবাহিত লোকেদের বিশেষ সম্মান দেওয়া উচিত। আর কারও যদি দুটির বেশি সন্তান হয় তাহলে তাঁর ভোটাধিকার থাকা উচিত নয়।" যোগের মাধ্যমে শরীর ভাল রাখার নিদান দিয়ে জনপ্রিয় হয়েছেন রামদেব। শুধু তাই নয় পতঞ্জলির মুখও তিনি। 

এ বছরের গোড়ায় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন আমার পরিবার নেই। আমি ব্র্যান্ড তৈরি করেছি। এরকম আরও হাজার খানেক ব্র্যান্ড তৈরি করতে চাই যাতে 2050 সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হয়ে ওঠে। হিন্দি ভাষায় তিনি আরও বলেন, "না বিবি না বাচ্চা ফির ভি দেখো কিতনা আচ্ছা!" মানে স্ত্রী – সন্তান না থাকলেও কত আনন্দে আছি! যোগগুরুর মনে হয় সাংসারিক হওয়া সহজ নয়। অনেকেই শুধুমাত্র সন্তানের কথা ভেবে সংসারে থেকে যান।    

একটা সময় বিজেপির সমর্থক ছিলেন রামদেব। কিন্তু এখন নিজেকে রাজনীতি থেকে সরিয়ে এনেছেন। এনডিটিভি'র অনুষ্ঠানে  তিনি বলেছিলেন আমি সব দলের সঙ্গেই আছি আবার কারও সঙ্গেই নেই।             

Advertisement
Advertisement