জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘‘সব সময়ই আমার লক্ষ্য মানুষের সেবা করা।’’
হাইলাইটস
- বুধবার বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
- এদিন তিনি বলেন, দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সুরক্ষিতই রয়েছে
- তিনি জানান, দেশের সেবা করাই তাঁর বরাবরের লক্ষ্য
নয়াদিল্লি: বুধবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) তাঁর ১৮ বছরের দলকে ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে (BJP)। জানালেন, তাঁর পুরনো দল কংগ্রেস আর আগের মতো ছিল না। তাঁর মতে, দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাতে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। এমনটাই জানালেন চারবারের সাংসদ ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিরাদিত্য। তিনি বলেন, ‘‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে দেশের সেবা করার এমন এক মঞ্চ পেলাম। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো কারও সরকার এমন ভাবে জনাদেশ পায়নি এদেশের ইতিহাসে। একবার নয়, দু'-দু'বার। প্রধানমন্ত্রীর কাজ করার ক্ষমতা সেই জনাদেশকে সক্রিয় পথে ব্যবহার করেছে। এবং যেভাবে তিনি ভারতের আন্তর্জাতিক সম্মান আনলেন ভারতের জন্য, যেভাবে প্রকল্পগুলি এনেছেন আমি মনে করি দেশ তাঁর হাতে সুরক্ষিত রয়েছে।''
“নয়া শুরু”, বিজেপিতে যোগ একসময়ে গান্ধি পরিবার ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার: ১০টিতথ্য
প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লি হিংসার সময় বিজেপিকে আক্রমণ করতে দেখা গিয়েছিল জ্যোতিরাদিত্যকে। তিনি এদিন জানান, তিনি কংগ্রেস ছেড়েছেন ভগ্ন হৃদয়ে। তিনি উল্লেখ করেন, তাঁর জীবনের দু'টি গুরুত্বপূর্ণ দিনের কথা। ওই দু'টি দিনের সঙ্গেই জড়িয়ে রয়েছে তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়ার স্মৃতি। একটি দিন, ৩০ সেপ্টেম্বর ২০০১। সেদিন বিমান দুর্ঘটনায় মারা যান বর্ষীয়ান কংগ্রেস নেতা মাধবরাও। অন্য দিনটি হল গত মঙ্গলবার, যেদিন ছিল মাধবরাওয়ের ৭৫তম জন্মদিন।
ক্ষমতা দখলে মধ্যপ্রদেশ বিজেপির যুযুধান দুই গোষ্ঠীই সক্রিয়
৪৯ বছরের রাজনীতিবিদ বলেন, ‘‘আমি আহত ও দুঃখিত যে আমি দেশকে সেবা করার সুযোগ পাইনি আগের প্রতিষ্ঠানে। আমার সব সময়ই লক্ষ্য ছিল মানুষের সেবা করা। এবং রাজনীতি সেটা করার একটি পথ মাত্র। কংগ্রেসে থেকে এটা করা অসম্ভব ছিল।''
তিনি আরও বলেন, ‘‘আমার শ্রদ্ধেয় বাবা এবং গত ১৮-১৯ বছরে আমি, কংগ্রেসের জন্য যা করা সম্ভব ছিল তা করতে পেরেছি।''
তিনি বলেন, মধ্যপ্রদেশে অনেক আশা ও স্বপ্ন দেখিয়ে কংগ্রেস ক্ষমতায় এলেও গত ১৮ মাসে সেই স্বপ্ন ছত্রকায় হয়ে গিয়েছে।