ঋষি কাপুর একটি টুইট করেছেন
হাইলাইটস
- ঋষি কাপুর একটি টুইট করেছেন
- "দেশে জারি হোক ইমারজেন্সি" আবার একথা বলেন ঋষি কাপুর
- মানুষ এতে প্রতিক্রিয়াও দিচ্ছেন।
নয়াদিল্লি: মারণ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ আটকানোর জন্য গোটা দেশে ২১ দিনের লকডাউন চলছে। এরকম সময় দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ এ জামাতের অংশগ্রহণ করার জন্য দু হাজারেরও বেশি প্রতিনিধি সামিল হয়েছিলেন। এদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব কিরঘিস্থান এর মত জায়গা থেকে মানুষ এসেছিলেন। এই বিষয়ে অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor) প্রতিক্রিয়া দিয়েছেন। ঋষি কাপুর একটি টুইট করেছেন। যেটি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
এই টুইটে ঋষি কাপুর নিজের ইমারজেন্সি জারির টুইটটি সম্পর্কে আরও একবার বলেছেন। ঋষি কাপুরের এই টুইটটি খুবই ভাইরাল হয়েছে। মানুষ এতে প্রতিক্রিয়াও দিচ্ছেন।
জানিয়ে দিই এর আগে অভিনেতা ঋষি কাপুর নিজের ইমারজেন্সি সম্পর্কিত টুইটটিতে ট্রোল্ড হয়েছিলেন। ঋষি কাপুর লিখেছিলেন," প্রিয় ভারতীয় আমাদের ইমার্জেন্সি ঘোষণা করতে হবে। দেখো পুরো দেশে কী হচ্ছে। যদি টিভির কথা মানি তো মানুষ পুলিশ কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের মারধর করছেন। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার আর কোনও উপায় নেই। এই সিদ্ধান্ত আমাদের সবার জন্য ভালো হবে।"