This Article is From Sep 18, 2018

ভর্তিতে লটারি, অভিভাবকদের বিক্ষোভে উত্তাল যাদবপুর বিদ্যাপীঠ

অভিভাবকদের বিক্ষোভে উত্তাল যাদবপুর বিদ্যাপীঠ। এই স্কুলের ভেতরে কিশলয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

Advertisement
Education

যদিও স্কুলের দাবি ওই কিশলয় নামের প্রাথমিক স্কুলের সঙ্গে  যাদবপুর বিদ্যাপীঠের কোনও যোগাযোগ নেই।

Highlights

  • অভিভাবকদের বিক্ষোভে উত্তাল যাদবপুর বিদ্যাপীঠ
  • স্কুলের ভেতরে কিশলয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে
  • আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য লটারি করা হবে
কলকাতা:

অভিভাবকদের বিক্ষোভে উত্তাল যাদবপুর বিদ্যাপীঠ। এই স্কুলের ভেতরে কিশলয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানকার পড়ুয়াদের অভিভাবকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য লটারি করা হবে  বলে সিদ্ধান্ত হয়েছে। এরই প্রতিবাদ  করছেন অভিভাবকরা। তাঁদের  দাবি এতদিন কিশলয়তে প্রাথমিক পাঠ শেষ করে  সরাসরি যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি হতে পার‍ত পড়ুয়ারা।

সেই নিয়মে যে বদল আনা হচ্ছে তা  আগে জানানো হয়নি। এই দাবিতে স্কুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা  অবরোধও করেন ক্ষুব্ধ অভিভাবকরা। সকাল 9:15 থেকে  11:40 পর্যন্ত এই পথ অবরোধ চলে। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গার যান চলাচল ব্যহত হয়। এরই মাঝে স্কুলে এসে পৌঁছন আধিকারিকরা। তাঁদেরও  পড়তে হয় বিক্ষোভের মুখে।

যদিও স্কুলের দাবি ওই কিশলয় নামের প্রাথমিক স্কুলের সঙ্গে  যাদবপুর বিদ্যাপীঠের কোনও যোগাযোগ নেই। সেটি একটি প্রাইভেট স্কুল। আর তাছাড়া লটারির সিদ্ধান্তও তাদের নয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে আগামী পরশু দিন বৈঠকে বসছে স্কুল।                                        

Advertisement
Advertisement