Read in English
This Article is From Jul 07, 2020

অভিনব চুরি! পিপিই কিট পরে দোকানে ঢুকে গয়না ডাকাতি করে চম্পট চোরদের!

এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে চোরের টুপি, মুখোশ, প্লাস্টিকের জ্যাকেট এবং হাতে গ্লাভস পরে শোকেস থেকে গয়নাগুলি চুরি করছে।

Advertisement
সিটিস Edited by

ফুটেজে দেখা গিয়েছে চোরের টুপি, মুখোশ, প্লাস্টিকের জ্যাকেট এবং হাতে গ্লাভস পরে শোকেস থেকে গয়না চুরি করছে।

সাতারা/মহারাষ্ট্র:

করোনা আবহে চুরির নয়া রকমফের! ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই কিট পরে এবার মহারাষ্ট্রের সাতারা জেলার একটি গয়নার দোকানে ঢুকে পড়ে ৭৮০ গ্রাম সোনা নিয়ে চম্পট দিল চোরের দল!

পুলিশ তদন্তের জন্য গয়নার দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। চোররা শোকেস এবং আলমারি থেকে কিছু সোনার গয়না চুরি করে গেছে বলে পুলিশ জানিয়েছে।

COVID-19 লকডাউন চলাকালীন ২ দিনের পুরনো এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে চোরের টুপি, মুখোশ, প্লাস্টিকের জ্যাকেট এবং হাতে গ্লাভস পরে শোকেস থেকে গয়নাগুলি চুরি করছে।

পুলিশ জানিয়েছে, গয়নার দোকান মালিকের অভিযোগের পরে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মালিকের অভিযোগ যে চোরেরা ৭৮ ‘তোলা' (এক তোলা মানে দশ গ্রাম) সোনা নিয়ে গেছে।

Advertisement

দোকানের মালিক জানান, চোরেরা দোকানের দেয়াল ভেঙেই ভেতরে ঢোকে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement