প্রিয়াঙ্কা ও রবার্টের ২২ বছরের বিবাহিত জীবন।
নিউ দিল্লি: জল্পনা চলেছিল এই নিয়ে এক সময় দীর্ঘদিন ধরে। তারপর কালের নিয়মেই তা স্তিমিত হয়ে যায়। এবার আর কাউকে জল্পনা করার তেমন সুযোগ না দিয়েই প্রথমবারের জন্য সক্রিয় রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তরপ্রদেশ (পূর্ব) থেকে দলের দায়িত্ব সামলাবেন তিনি। স্ত্রী'র জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তটিতে মৌন থাকতে পারেননি স্বামী রবার্ট বঢরাও। প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে আসার ঘোষণার কয়েক মিনিট বাদেই তাই তাঁকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন রবার্ট। সেখানে লেখা- “অভিনন্দন পি। তোমার জীবনের প্রতিটি মুহূর্তেই আমি তোমার পাশে থেকেছি। আজও থাকব। নিজের সেরাটা দিয়ে দাও”।
মোদী-যোগীর বিরুদ্ধে আসরে নামলেন প্রিয়াঙ্কা গান্ধী
ফেসবুক পোস্টটিতে এখনও পর্যন্ত লাইকের সংখ্যা ৮০০, মেসেজের সংখ্যা ২০০ এবং শেয়ার হয়েছে কয়েকশো বার।
৪৭ বছরের প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং ৫০ বছরের রবার্ট বঢরার ২২ বছরের বিবাহিত জীবন। তাঁদের দুই সন্তান। রাইহান ও মিরায়া। প্রসঙ্গত, হরিয়ানা ও রাজস্থানের জমি দুর্নীতি নিয়ে রবার্ট বঢরার বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলছে।
কী বললেন শচীন পাইলট, দেখুন ভিডিও
উত্তরপ্রদেশের পূর্বপ্রান্তের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা। এমন একটি সময়ে এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি, যখন, ওই রাজ্য থেকে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়ার জন্য কংগ্রেসকে বাদ দিয়ে নিজেদের মধ্যে জোট করে নিয়েছে।
তাঁর মধ্যে বহু মানুষ ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পেলেও এতদিন পর্যন্ত প্রিয়াঙ্কা রাহুল গান্ধীর কেন্দ্র আমেঠি এবং সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলিতে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার মধ্যেই নিজেকে আটকে রেখেছিলেন।
কংগ্রেস নেতাদের কথা অনুযায়ী, রাজনীতি বিষয়ে প্রিয়াঙ্কা বরারবরই সক্রিয়। বহু জরুরি মতামতও তিনি প্রায়শই দিয়ে থাকেন। ২০১৭ সালের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ার ব্যাপারেও প্রিয়াঙ্কার উৎসাহ ছিল বলে জানা গিয়েছে দলীয় সূত্র থেকে। দলের যে বৈঠকে তাঁর ভাই রাহুল গান্ধীকে কংগ্রেস প্রধান করা হল, সেই বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।
রাজনীতিতে যোগ দিয়ে এখন তিনি কীভাবে নিজের দানটি চালেন, তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিকমহল।