কাঠমান্ডুর রেস্তোরাঁয় জিঞ্জার রোবট। (এজেন্সি)
নেপালের প্রথম রোবট ওয়েটার জিঞ্জার ক্ষুধার্ত কাস্টোমারের টেবিলে প্লেটভর্তি ভাপা পুডিং পরিবেশন করে বলেছে "দয়া করে খেয়ে নিন।" হিমালয় পর্বতের কোলের এই দেশটি প্রযুক্তিগত দিকের থেকে বেশি পরিচিত উঁচু উঁচু পর্বতের দেশ হিসাবে। কিন্তু একদল নবীন বিজ্ঞানী পরিচিতিটা বদলাতে চাইছেন।
স্থানীয় পাইলা টেকনোলজি নেপালি ও ইংরাজি ভাষাজ্ঞানসম্পন্ন 1.5 মিটার (পাঁচ ফুট) লম্বা রোবট জিঞ্জার বানিয়েছেন।
অ্যাপেলের সিরি বা অ্যামাজানের অ্যালেক্সার মতো এই রোবট জোক শোনাতেও পারে।
তিন বছরের বেশি সময় আগে হওয়া ভয়ঙ্কর ভূমিকম্পের ছাপ লেগে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর নাউলো রেস্টুরেন্টে তিনটি 'জিঞ্জার' কাজ করে।
এএফপির রিপোর্টে কোম্পানির সিইও বিনয় রাউত বলেন, "এটা পরীক্ষা-নিরীক্ষার স্তরেই আছে এখনও। কাস্টোমারের রেস্পনসের সঙ্গে আমরা ওকে টিউন করছি বেশ ভালোভাবেই।"
টিমটিতে 25 জন নবীন ইঞ্জিনিয়ারের মধ্যে 27 বছরের রাউত সবার পুরোনো-- মাসের পর মাস রোবটটি বানাতে লেগে পড়ে ছিলেন।
প্রযুক্তিগত পরিকাঠামোর দিক থেকে নেপালের কমতিটা এই ইঞ্জিনিয়ারদের কাজের প্রতি একতা দিয়ে ছাপিয়ে গেছে। জিঞ্জারের ছিপছিপে প্লাস্টিক বডি পাশের একটি গাড়ির কারখানাতে রং করা হয়েছে।
নাউলো চার মাস আগে রেস্টুরেন্টটি শুরু করেছেন, এবং এই রোবটের প্রতি নানা বয়সের মানুষের একটি বাড়তি আকর্ষণ দেখা গেছে।
খাবার ভর্তি ট্রে নিয়ে ভিড়ে ঠাসা রেস্টুরেন্টে নড়াচড়া টের পাওয়া জিঞ্জার বেশ ভালোই পাশ কাটিয়ে চলাফেরা করে থাকে।
টেবিলে ফিট করা টাচস্ক্রিন মেন্যু দেখে কাস্টমাররা খাবারের অর্ডার দিলে জিঞ্জার রান্নাঘর থেকে খাবারটা এনে পরিবেশন করে দেয়।
নেপালে টেলিভিশন চালু হওয়ার আগে জন্ম নেওয়া 73 বছর বয়সী শালিক্রম শর্মা বলেন, "এটা একটা নতুন অভিজ্ঞতা।"
বাচ্চাদের কাছে এই রোবটের সঙ্গে ফোটো তোলার জন্য জিঞ্জার বেশ সেলফি-স্টার হয়ে গেছে।
নেপালের এই রেস্টুরেন্টে ডিনার করতে আসা নিলাম কুমার বিমালির মতে,"দেখতে বেশ ভালোই। নেপালে এটা আশা করা যায় না।"
বিশ্ব বাজারের দিকে লক্ষ্য রেখে পাইলা টেকনোলজি এখন এটার ডিজাইনের ওপর পেটেন্ট পাওয়ার চেষ্টা করছে ও দেশে বিদেশে বিক্রি করারও চেষ্টা করছেন।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের মতে 2025 সালের মধ্যে মানুষের কাজের অর্ধেক করবে রোবট-যা আজকের তুলনায় প্রায় দ্বিগুণ।
বর্তমানে কিছু মানুষ ওয়েটার জিঞ্জারকে সাহায্য করলেও, এর উন্নত ভার্শনের কাজ চলছে যার ফলে নাউলো পুরোপুরি রোবোটচালিত রেস্টুরেন্টে পরিণত হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)Click for more
trending news