This Article is From Jan 03, 2020

বাগদাদ বিমানবন্দরে রকেট হানায় মৃত ৮, নিহত General Qassem Soleimani

মনে করা হচ্ছে, এই ঘটনা কেবল ইরাক নয়, সামগ্রিক মধ্য প্রাচ্যের ক্ষেত্রেই বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে।

বাগদাদ বিমানবন্দরে রকেট হানায় মৃত ৮, নিহত General Qassem Soleimani

নিহত হলেন ইরানি সেনা রেভোলিউশন গার্ড কোরের জেনারেল কাসেম সোলেমানি।

বাগদাদ:

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন রকেট হানায় (US Airstrike At Baghdad Airport) নিহত হলেন ইরানি সেনা রেভোলিউশন গার্ড কোরের জেনারেল কাসেম সোলেমানি (Qassem Soleimani)। আলজাজিরা.কম-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পেন্টাগন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে, ইরানের ভবিষ্যৎ আক্রমণ পরিকল্পনা রদ করতেই এই আক্রমণ চালিয়েছিল আমেরিকা। ইরাকের পক্ষ থেকে জানানো হয়েছে, জেনারেল কাসেম সোলেমানি ছাড়াও ইরাকি মিলিশিয়া কম্যান্ডার আবু মাহদি আল-মুহানদিসও এই হানায় নিহত হয়েছেন।  

ওই হানায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আল জাজিরা পিএমএফ-এর সূত্র উল্লেখ করে জানিয়েছে, দু'টি গাড়িতে ‘হাই প্রোফাইল' অতিথিরা ছিলেন। সেই গাড়ি দু'টিকে রকেট নিক্ষিপ্ত হয়। আল জাজিরার দাবি, এই ঘটনা কেবল ইরাক নয়, সামগ্রিক মধ্য প্রাচ্যের ক্ষেত্রেই বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমেরিকা ও ইরাকের মধ্যে সম্পর্কে বড়সড় ফাটল ধরে গেল এই ঘটনায়, এমন দাবি করেন আল জাজিরার ওসামা বিন জাভেদ। 

.