গত ২৮ নভেম্বর ৪৫ বছরের দিলীপ মণ্ডল একইভাবে বাঘের হানায় নিহত হন।
কুলতলি: গত এক সপ্তাহে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গেলেন সুন্দরবনের দুজন বাসিন্দা। সোমবার এই কথা জানাল পুলিশ। আজ সোমবার বেনিফেলির জঙ্গলে একটি ঘটনা ঘটে। অপর ঘটনাটি ঘটেছিল গত বুধবার। পাঁচজনের একটি দলের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কানু ঘোষ। ওই সময়ই তাঁর ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। ৪২ বছরের কানু ঘোষকে বাঘের হানা থেকে বাঁচাতে তাঁর সঙ্গীরা লাঠি ও বর্শা নিয়ে আক্রমণ করায় বাঘটি পালিয়ে যায়।
রাজ্য থেকে সিপিএম গিয়েছিল, এবার কেন্দ্র থেকে বিজেপি যাবে, বললেন মমতা
তারপর কানু ঘোষকে কুলতলির হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে 'মৃত' বলে ঘোষণা করেন। নিহত কানু ঘোষ কুলতলির মধ্য গুরগুরিয়ার বাসিন্দা।
মহাজোট নিয়ে দিল্লিতে বিরোধীদের মহাবৈঠক ১০ ডিসেম্বর
গত ২৮ নভেম্বর ৪৫ বছরের দিলীপ মণ্ডল একইভাবে বাঘের হানায় নিহত হন। তিনি গোসাবা ব্লকের দুলকি গ্রামের বাসিন্দা।