অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১ মার্চ ।
নিউ দিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি নন-টেকনিক্যাল পদের জন্য RRB-র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হল। এখানে গ্র্যাজুয়েট ও আন্ডার-গ্র্যাজুয়েটদের জন্য পদের কথা ঘোষণা করা হয়েছে। মোট ৩৫,২৭৭'টি খালি পদ রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে জুনিয়র ক্লার্ক ও টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক ও টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, প্রশিক্ষিত কেরানি, কমার্শিয়াল ও টিকিট ক্লার্ক। আর গ্র্যাজুয়েটদের জন্য যে পদগুলি রয়েছে সেগুলি হল- ট্র্যাফিক সহকারি, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল ও টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক ও টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট ও টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেনটিস এবং স্টেশন মাস্টার। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১ মার্চ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের জন্য পরীক্ষা শুরু হবে।
RRB NTPC বিজ্ঞপ্তি ২০১৯: গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
RRB ওয়েবসাইটগুলিতে প্রকাশ হল বিজ্ঞপ্তি: ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ১ মার্চ, ২০১৯, বিকেল চারটে থেকে
অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ: ৩১ মার্চ, ২০১৯, রাত ১১:৫৯ মিনিটে
অ্যাপ্লিকেশন ফি দেওয়ার সম্বন্ধে তথ্য:
অনলাইন (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড): শেষ তারিখ ৫ এপ্রিল, ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট
এসবিআই চালান: ৫ এপ্রিল, ২০১৯, দুপুর তিনটে।
পোস্ট অফিস চালান: ৫ এপ্রিল, ২০১৯, দুপুর তিনটে
অ্যাপ্লিকেশ জমা দেওয়ার শেষ তারিখ: ১২ এপ্রিল, ২০১৯, রাত ১১:৫৯ মিনিট
প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা: জুন থেকে সেপ্টেম্বর ২০১৯-এর মধ্যে হবে।
সংরক্ষণের নতুন পদ্ধতি মানা হবে পরীক্ষাগ্রহণ প্রক্রিয়ায়।
RRB NTPC বিজ্ঞপ্তি ২০১৯: সম্পূর্ণ তথ্য
সব তথ্য জানতে ক্লিক করুন এখানে Indian Railways notification here