This Article is From Jan 03, 2019

RRB Fee Refund: টাকা ফিরে পেতে আজই সংশোধন করুন ব্যাঙ্কের বিশদ তথ্য

রেলওয়ে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সম্পূর্ণ টাকা এবং সাধারণ বা জেনারেল প্রার্থীদের ৪০০ টাকা ফেরত দেবে।

RRB Fee Refund: টাকা ফিরে পেতে আজই সংশোধন করুন ব্যাঙ্কের বিশদ তথ্য

RRB ALP, Technician: 20 এই পরীক্ষার ফল প্রকাশ হয়

হাইলাইটস

  • RRB ব্যাঙ্কের তথ্য সংশোধনের সময় বাড়িয়েছে
  • ৬ জানুয়ারি পর্যন্ত তথ্য সংশোধন করতে পারেন
  • ব্যাঙ্কের তথ্য ঠিক করলেই চালু হবে টাকা ফেরতের পদ্ধতি
নিউ দিল্লি:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) গ্রুপ সি এলএলপি, প্রযুক্তিবিদ (আরআরবি এএলপি, টেকনিশিয়ান) প্রার্থীদের ব্যাঙ্কের বিবরণ সংশোধন করার জন্য নির্ধারিত সময় বাড়িয়েছে। প্রার্থীরা ৬ জানুয়ারি পর্যন্ত নিজের ব্যাংকের বিবরণ সঠিকভাবে আপলোড করতে পারবেন। অনেক প্রার্থীর আবেদন মূল্য ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে, যাদের তা হয়নি, তাঁদের ব্যাঙ্কের তথ্য ভুল থাকায় পদ্ধতিটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে রেল। RRB ওয়েবসাইটগুলিতে প্রদত্ত লিঙ্কগুলির সাহায্যে আপনার সঠিক ব্যাঙ্কের বিবরণগুলি পূরণ করলেই ফের তাঁদের টাকা ফেরত দেওয়ার পদ্ধতি শুরু হবে। আপনার অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড মনোযোগ দিয়ে পূরণ করুন।

CBSE Exam: বোর্ডের পরীক্ষায় সাফল্য পেতে মাথায় রাখুন এই তিনটি পদ্ধতি

আরআরবির আবেদন মূল্য ফেরত পেতে আপনার সঠিক ব্যাঙ্ক বিবরণী আপলোড করুন

tparrla4

 

RRB ALP টেকনিশিয়ান ফি ফেরত পাবেন কীভাবে?

ধাপ 1: প্রার্থীরা নিজস্ব অঞ্চলের আরআরবি ওয়েবসাইট যান CEN-01/2018 - যে প্রার্থীদের অর্থ ফেরত হয়নি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংশোধনের জন্য এখানে ক্লিক করুন লেখা অংশে ক্লিক করুন।

ধাপ 2: রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ পূরণ করে লগ ইন করুন।

ধাপ 3: অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড পূরণ করে জমা দিন।

হাভার্ডের পরীক্ষায় ১৭০-এর ১৭১! সম্ভব করে দেখালেন ভারতীয় অঙ্কুর গর্গ

 

কত টাকা ফেরত পাবেন?

রেলওয়ে জেনারেল প্রার্থীদের জন্য ৫০০ এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনের মূল্য ধার্য করেছিলেন। রেলওয়ে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সম্পূর্ণ টাকা এবং সাধারণ বা জেনারেল প্রার্থীদের ৪০০ টাকা ফেরত দেবে।

 

 

.