हिंदी में पढ़ें
This Article is From Jan 11, 2019

RRB Group D Answer key: আজ প্রকাশিত হবে পরীক্ষার উত্তরপত্র, ডাউনলোড করুন মোবাইলে

RRB Group D Answer key উত্তরপত্র প্রকাশের পরেই ফলাফল প্রকাশ করা হবে। গ্রুপ ডি পরীক্ষার ফলাফল এই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে

Advertisement
অল ইন্ডিয়া

RRB Group D Answer Key: উত্তরপত্র নিয়ে অসন্তোষ থাকলে ১ সপ্তাহের মধ্যে জানাতে হবে

নিউ দিল্লি :

Railway Recruitment Board (RRB) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) আজ গ্রুপ ডি-এর উত্তরপত্র (আরআরবি গ্রুপ ডি অ্যান্সার কী) প্রকাশ করবে। আরআরবি'র এক্সিকিউটিভ ডিরেক্টর অঙ্গরাজ মোহন এনডিটিভিকে বলেন, “গ্রুপ ডি-এর উত্তরপত্র ১১ জানুয়ারি প্রকাশ করা হবে।” উত্তরপত্র আরআরবি'র সমস্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উত্তরপত্র দেখা এবং ডাউনলোড করার জন্য আপনার অঞ্চলের আরআরবি ওয়েবসাইট যান এবং লগ ইন করুন। উত্তরপত্র নিয়ে কোনও অসন্তোষ থাকলে প্রার্থীদের আপত্তি জানানোর জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হবে। উত্তরপত্র প্রকাশের পরেই ফলাফল প্রকাশ করা হবে। গ্রুপ ডি পরীক্ষার ফলাফল এই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে। প্রথম দফার পরীক্ষায় পাস করলে সেই প্রার্থীদের দ্বিতীয় স্তরের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় স্তরে শারীরিক দক্ষতা পরীক্ষা করা হবে, যারা শারীরিক দক্ষতার পরীক্ষায় পাস করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সমস্ত প্রক্রিয়ার শেষে তাঁদের নিয়োগ করা হবে।

তিনবছরে দেশজুড়ে ১৩% বেড়েছে স্কুলছুট! বৃদ্ধির সদুত্তর নেই মানব সম্পদ মন্ত্রীর কাছেও

প্রার্থীরা ডেস্কটপ ছাড়াও মোবাইলে উত্তরপত্র ডাউনলোড করতে পারেন।

Advertisement

আরআরবি গ্রুপ ডি উত্তরপত্র মোবাইল থেকে কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন: 

RRB Group D Answer Key
CBSE Exam: বোর্ডের পরীক্ষায় সাফল্য পেতে মাথায় রাখুন এই তিনটি পদ্ধতি

ধাপ 1: মোবাইলে উত্তরপত্র দেখতে এবং ডাউনলোড করতে ব্রাউজার খুলুন।

ধাপ 2: মোবাইল ব্রাউজারে আপনার অঞ্চলের আরআরবি ওয়েবসাইট খুলুন।

Advertisement

ধাপ 3: ওয়েবসাইটের হোম পেজে দেওয়া অ্যানসার কী-এর লিঙ্ক ক্লিক করুন।

ধাপ 4: আপনার উত্তরপত্র আপনার মোবাইলের স্ক্রিনে আসবে।

Advertisement

ধাপ 5: এবার আপনি মোবাইলে উত্তরপত্র ডাউনলোড করতে পারেন।

 

Advertisement