हिंदी में पढ़ें
This Article is From Mar 05, 2019

RRB Group D Result 2018-19: এক ক্লিকে চেক করুন গ্রূপ ডি-র রেজাল্ট

RRB Group D Result প্রকাশিত হয়ে গেছে। আপনি নিজের অঞ্চলের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। রেজাল্ট চেক করার জন্য প্রার্থীকে লগ ইন করতে হবে।

Advertisement
অল ইন্ডিয়া

RRB Group D Result 2019: আর আর বি-র সমস্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গ্রূপ ডি-র রেজাল্ট

নিউ দিল্লি :

রেল ভর্তি বোর্ড (RRB Group D Result 2019) গ্রূপ ডি-র রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে (RRB Group D Result),  আর আর বি-র সমস্ত (RRB)  অঞ্চলিক ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েচে রেজাল্ট। পরীক্ষার্থী নিজের রেজাল্ট (RRB Result) নিজের অঞ্চলের RRB ওয়েবসাইটে গিয়ে চেক করুন। পরীক্ষার্থীর নিজের রেজাল্ট চেক করার জন্য রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখের প্রয়োজন আছে। রেজাল্ট চেক করার জন্য রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরীক্ষর্থীকে লগ ইন করতে হবে। গ্রূপ ডি-এর পরীক্ষা ১৭ ই সেপ্টেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত সারা ভারত জুড়ে চলেছিল। এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল ৬২ হাজার ৯০৭ টি।  তার জন্য পরীক্ষা দিয়েছিল ১.১৭ কোটি। গ্রূপ ডি-তে যারা (RRB Group D) কম্পিউটার বেস্ড পরীক্ষায় পাশ করবেন, তাদের শারীরিক দক্ষতার পরীক্ষা (RRB PET) দিতে হবে। যারা শারীরিক পরীক্ষায় পাশ করবেন তাদের ডক্যুমেন্ট পরীক্ষার জন্য ডাকা হবে। ডক্যুমেন্ট ভেরিফিকেশনের পরে মেরিট তালিকা প্রস্তুত হবে।  যার ভিত্তিতে প্রার্থী চয়ন করা হবে। 

আপনি ডাইরেক্ট লিংকের সাহায্যে এক ক্লিকেই দেখতে পারেন নিজের রেজাল্ট 

RRB Result Direct Link- Group D Result

RRB Group D Result 2018-19: কিভাবে চেক করবেন 

স্টেপ ১: রেজাল্ট (RRB Group D Result) চেক করার জন্য নিজের অঞ্চলের ওয়েবসাইটে যান।  

স্টেপ ২: ওয়েবসাইটে দেওয়া গ্রূপ ডি-র রেজাল্টের লিংকে ক্লিক করুন।  

স্টেপ ৩: নিজের রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন। 

Advertisement

স্টেপ ৪: রেজাল্ট আপনার স্ক্রিনে চলে আসবে।  

স্টেপ ৫: আপনি ইচ্ছা করলে নিজের রেজাল্টের প্রিন্ট আউট নিতে পারেন।  

Advertisement

RRB Group D Result চেক করার জন্য ওয়েবসাইটে ক্লিক করুন: 

RRB Ahmedabad,RRB BangaloreRRB BhubaneshwarRRB Kolkata, RRB MaldaRRB Ranchi,  RRB Siliguri, RRB Thiruvananthapuram
 

Advertisement