This Article is From Mar 04, 2019

RRB Group D Result: প্রকাশিত হল রেজাল্ট, কিভাবে চেক করবেন মোবাইলে

RRB Group D Result 2019 সমস্ত ওয়েবসাইটে প্ৰকাশিত হয়ে গেছে। পরীক্ষার্থীরা ডেস্কটপ ছাড়াও মোবাইলে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন

RRB Group D Result: প্রকাশিত হল রেজাল্ট, কিভাবে চেক করবেন মোবাইলে

RRB Group D Result: বিকেল চারটের পর যেকোনো সময় প্রকাশিত হতে পারে রেজাল্ট

হাইলাইটস

  • শীঘ্র প্রকাশিত হতে চলেছে রেজাল্ট
  • আর আর বি ওয়েবসাইটে প্রকাশিত হবে রেজাল্ট
  • রেজাল্ট চেক করার জন্য লগ ইন করতে হবে
নিউ দিল্লি:

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আর আর বি ২০১৯ (RRB Result 2019)-র রেজাল্ট। গ্রূপ ডি -তে এ বছর ১ কোটি ১৭ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই তাদের অপেক্ষার অবসান হতে চেলছে। এবার রেজাল্ট প্রকাশ করতে বেশ দেরি হল, যার জন্য প্রায় প্রতিদিনই প্রার্থীরা রেলের ওয়েবসাইট চেক করে চলেছে।  আজ এক সময়ে পপ্রকাশিত হতে পারে রেজাল্ট (RRB Group D Result), সেই সাথে আপনি জানতে পারবেন যেকোনো আপডেশন। এক এক্সপার্টের কাছ থেকে NDTV জানতে পেরেছে যে, গ্রূপ ডি-এর রেজাল্ট জারি হওয়ার সাথে সাথে এতটাই জোর পড়বে যে, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রার্থীর নিজের রেজাল্ট চেক করার জন্য  (RRB Group D Result 2019) তার রেজিস্ট্রেশান নম্বর লাগবে। এই পরীক্ষার নোটিফিকেশন জারি হয়েছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। শূন্য পদের সংখ্যা ৬২ হাজার ৯০৭।  জুড়ে ১৭ ই সেপ্টেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হয়েছিল।

 RRB Group D Result: মোবাইলে চেক করুন রেজাল্ট

স্টেপ ১: মোবাইলে নিজের রেজাল্ট চেক করার জন্য ব্রাউজার ওপেন করুন।  

স্টেপ ২: এবার মোবাইল ব্রাউজারে নিজের অঞ্চলের RRB ওয়েবসাইট ওপেন করুন।  

স্টেপ ৩: ওয়েবসাইটে দেওয়া গ্রূপ ডি-র রেজাল্টের জন্য লিংকে ক্লিক করুন।  

স্টেপ ৪: রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করুন।  

স্টেপ ৫: আপনার রেজাল্ট মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন।    

রেজাল্ট চেক করার জন্য রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ লাগবে।  

গ্রূপ ডি-এর রেজাল্টের জন্য আপনার রেজিস্ট্রেশান নম্বর লাগবে।  তাই যদি আপনি নিজের রেজিস্ট্রেশান নম্বর ভুলে গিয়ে থাকেন, তাহলে নিজের অঞ্চলের ওয়েবসাইটে যান এবং  Forgot Registration Number-তে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশান নম্বর লাভ করুন। 

 ডক্যুমেন্ট ভেরিফিকেশন 

যারা শারীরিক দক্ষতা পরীক্ষায় পাশ করেছেন, তাদের ডক্যুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।  সেক্ষেত্রে প্রার্থীকে দশম ক্লাস পাশ করার মার্কশিট এবং অন্যান্য পরীক্ষায় পাশের মার্কশিটও জমা করতে হবে। এড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড জমা করতে হবে।  পিডব্লিউডি, মেডিকেল সার্টিফিকেট নিজের কাছে গুছিয়ে রাখুন।  

গ্রূপ ডি শারীরিক দক্ষতা পরীক্ষা (RRB Group D Physical Efficiency Test)

পাস করার জন্য কত নম্বর চাই: 

জেনারল ক্যাটাগরির জন্য মেরিট টেস্টার জন্য ৪০ শতাংশ নম্বর পাওয়াটা জরুরি। অন্যদিকে SC/ST/OBC -দের জন্য কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে।  

পুরুষ 
শারীরিক পরীক্ষায় পাশ করার জন্য (RRB PET) পুরুষদের দুই মিনিটে ৩৫ কিলো ওজন তুলতে হবে আর ১০০ মিটার পর্যন্ত দৌড়াতে হবে। শুদু তাই নয়, ৪ মিনিট ১৫ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়াতে হবে।  

মহিলা 
মহিলা প্রার্থীদের জন্য দুই মিনিটে ২০ কিলো ভার এবং ১০০ মিটার দৌড়াতে হবে।  সেই সাথে ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০০ কিমি দৌড়াতে হবে।

কলকাতার পরীক্ষার্থীরা কিভাবে চেক করবেন 

RRB Kolkata Group D Result 
1. প্রার্থী নিজেদের রেজাল্ট চেক করার জন্য rrbkolkata.gov.in ওয়েবসাইটে যান।  
2. আর আর বি ওয়েবসাইটে দেওয়া রেজাল্টের লিংকে ক্লিক করুন।  
3. রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করুন, স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট।  

RRB Patna Group D Result 
1. প্রার্থী নিজেদের রেজাল্ট চেক করার জন্য rrbpatna.gov.in ওয়েবসাইটে যান।  
2. আর আর বি ওয়েবসাইটে দেওয়া রেজাল্টের লিংকে ক্লিক করুন।  
3. রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করুন, স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট। 

 RRB Ahmedabad Group D Results: এইভাবে চেক করুন 
1. রেজাল্টের জন্য rrbahmedabad.gov.in -তে যান।  
2.ওয়েবসাইটে দেওয়া গ্রূপ ডি-র রেজাল্টে ক্লিক করুন।  
3. নিজের রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিন। স্ক্রিনে আপনার রেজাল্ট চলে আসবে।  

RRB Chandigarh Group D Result:
1. প্রার্থী নিজেদের রেজাল্ট চেক করার জন্য rrbcdg.gov.in ওয়েবসাইটে যান।  
2. আর আর বি ওয়েবসাইটে দেওয়া রেজাল্টের লিংকে ক্লিক করুন।  
3. রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করুন, স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট।  

RRB Chennai Group D Result: কিভাবে চেক করুন  
1. প্রার্থী নিজেদের রেজাল্ট চেক করার জন্য rrbchennai.gov.in ওয়েবসাইটে যান।  
2. আর আর বি ওয়েবসাইটে দেওয়া রেজাল্টের লিংকে ক্লিক করুন।  
3. রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্লিক করুন, স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট।  

RRB Banglore Group D Result: RRB, RRB Result, RRB Group D Result, rrbcdg.gov.in RRB Group D Result @ rrbbnc.gov.in​

RRB Result 2019 চেক করুন RRB Chennai, RRB resultRRB Group D Result 2019 

 

.