This Article is From Jul 15, 2019

RRB NTPC 2019: রেলওয়ে এনটিপিসি পরীক্ষা এবং এডমিট কার্ড সম্পর্কিত তথ্য প্রদান করলেন আধিকারিক

RRB NTPC Exam: তারিখ ঠিক হওয়ার সাথে সাথেই রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হবে বলে জানানো হয়েছে

RRB NTPC 2019: রেলওয়ে এনটিপিসি পরীক্ষা এবং এডমিট কার্ড সম্পর্কিত তথ্য প্রদান করলেন আধিকারিক

RRB NTPC: রেলওয়ে এনটিপিসি-র ৩৫ হাজার শূন্য পদের জন্য পরীক্ষা নেবে

নিউ দিল্লি:

রেলওয়ে ভর্তি বোর্ড এনটিপিসির (RRB NTPC) ৩৫ হাজার শূন্য পদের জন্য শীঘ্রই প্রিকার আয়োজন করতে চলেছে। রেলওয়ে ভর্তি বোর্ড  (RRB) শীঘ্রই এনটিপিসি-র (RRB NTPC Exam Date) পরীক্ষার দিন ঘোষণা করবে বলে জানা গেছে।  NDTV -র সাথে আলাপচারিতায় রেলওয়ে ভর্তি বোর্ডের বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, ''রেলওয়ে ভর্তি বোর্ড আপাতত প্যারামেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজন করতে চলেছে। এই প্যারামেডিকেলের পরেই এনটিপিসি ও মিনিস্ট্রিয়াল এন্ড আইসোলেটেড ক্যাটাগরি ও গ্রূপের পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা কেন্দ্রে কথা মাথায় রেখেই রেলওয়ে ভর্তি বোর্ড পরীক্ষার দিন ঠিক করবে বলে জানা যাচ্ছে। তবে এনটিপিসি-র পরীক্ষার এখনও একটু দেরি আছে বলেই জান্নাত হয়েছে। তারিখ ঠিক হওয়ার সাথে সাথেই রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হবে বলে জানানো হয়েছে। রেলওয়ে আগেই এনটিপিসি পরীক্ষার তারিখ, কেন্দ্র এবং শিফট জানিয়ে দেবে। এরপর পরীক্ষার চারদিন আগে পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড (RRB NTPC Admit Card) দেওয়া হবে।

এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপ গুলির দিকে লক্ষ্য রাখতে হবে:

RRB NTPC Admit Card 2019 কিভাবে ডাউনলোড করবেন:

- যে সমস্ত প্রার্থী এডমিট কার্ড ডাউনলোড করতে চান তাদের আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটে যেতে হবে।

- ওয়েবসাইটে দেওয়া এডমিট কার্ডের লিংকে ক্লিক করতে হবে। 

- নতুন পেজ খোলার পর নিজের রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ-ইন করতে হবে।

- আপনার স্ক্রিনে এডমিট কার্ড দেখতে পাবেন। 

- আপনি নিজেই নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 

- তারপর এডমিট কার্ডের প্রিন্ট আউট নিতে পারবেন। 

তবে বর্তমানে রেলওয়ে প্যারামেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। প্যারামেডিকেল পরীক্ষার জন্য বিস্তারিত ভাবে সমস্ত বিষয় জারি করতে হয়েছে। প্রার্থী আরআরবি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার তারিখ, শহর (RRB Paramedical Exam City), এবং শিফট সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারেন। পরীক্ষা ১৯, ২০ ০ ২১ তারিখে হবে। পরীক্ষার ৪ দিন আগে এডমিট কার্ড (RRB Paramedical Admit Card) দেওয়া হবে।     

 

.