RRB NTPC এবং লেভেল ১ এ মোট ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদ রয়েছে
হাইলাইটস
- ফের ব্যাপক নিয়োগ রেলে
- বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রেলের ওয়েবসাইটে
- আরআরবি এবং আরআরসি ওয়েবসাইটে নজর রাখুন
নিউ দিল্লি: রেল ফের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার আরআরবি এনটিপিসি-র (RRB NTPC) বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। রেল শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি সমস্ত আরআরবি এবং আরআরসি ওয়েবসাইটে জারি করবে। মোট ১ লক্ষ ৩০ হাজার পদে ভর্তি নেবে রেল। আরআরবি এনটিপিসি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। আরআরবি প্যারা-মেডিক্যাল স্টাফ পদে আবেদন ৪ মার্চ থেকে শুরু হবে। মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড বিভাগের জন্য আবেদন ৮ মার্চ থেকে শুরু হবে। আবার লেভেল 1-এর ১ লক্ষ পদের জন্য আবেদন প্রক্রিয়া ১২ মার্চ থেকে শুরু হবে। এনটিপিসি (সিইন 01/2019), প্যারা-মেডিক্যাল স্টাফ (সিইন 02/2019) এবং মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি (সিইন 03/2019) পদে নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) পরীক্ষা নেবে। লেভেল 1 (আরআরসি 01/2019) পদে পরীক্ষা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।
মাত্র ৫৫ বছর বয়সে 'দূরে, বহুদূরে' চলে গেলেন গায়ক প্রতীক চৌধুরী
আরআরবি এনটিপিসি নোটিশ ২০১৯
আরআরবি এনটিপিসি (সিইন 01/2019), আরআরবি প্যারা মেডিক্যাল স্টাফ (সিইন 02/2019) এবং মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি (সিইন 03/2019) এর ৩০ হাজার শূন্যপদ। আরআরবি লেভেল 1 (আরআরসি 01/2019) এর অধীনে ১ লক্ষ পদে নিয়োগ হওয়ার কথা।
পরীক্ষার আবেদন মূল্য
সাধারণ – ৫০০ টাকা
তপশিলী জাতি, উপজাতি, মহিলা- ২৫০ টাকা
যোগ্যতা, বয়স, মাইনে এবং ভর্তি সংক্রান্ত সব তথ্য RRB এবং RRC ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে রইল সমস্ত আরআরবি ওয়েবসাইট।
আরআরবি গ্রুপ ডি-এর ফলাফল শীঘ্রই
আরআরবি'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “গ্রুপ ডি-এর ফলাফল প্রকাশে সময় লাগছে। কিন্তু আমরা ফেব্রুয়ারিতেই ফলাফল প্রকাশের চেষ্টা করছি।”