This Article is From Feb 20, 2019

RRB NTPC Notification: ফের ১ লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রেলের

আরআরবি এনটিপিসি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। আরআরবি প্যারা-মেডিক্যাল স্টাফ পদে আবেদন ৪ মার্চ থেকে শুরু হবে।

RRB NTPC Notification: ফের ১ লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রেলের

RRB NTPC এবং লেভেল ১ এ মোট ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদ রয়েছে

হাইলাইটস

  • ফের ব্যাপক নিয়োগ রেলে
  • বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রেলের ওয়েবসাইটে
  • আরআরবি এবং আরআরসি ওয়েবসাইটে নজর রাখুন
নিউ দিল্লি:

রেল ফের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার আরআরবি এনটিপিসি-র (RRB NTPC) বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। রেল শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি সমস্ত আরআরবি এবং আরআরসি ওয়েবসাইটে জারি করবে। মোট ১ লক্ষ ৩০ হাজার পদে ভর্তি নেবে রেল। আরআরবি এনটিপিসি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। আরআরবি প্যারা-মেডিক্যাল স্টাফ পদে আবেদন ৪ মার্চ থেকে শুরু হবে। মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড বিভাগের জন্য আবেদন ৮ মার্চ থেকে শুরু হবে। আবার লেভেল 1-এর ১ লক্ষ পদের জন্য আবেদন প্রক্রিয়া ১২ মার্চ থেকে শুরু হবে। এনটিপিসি (সিইন 01/2019), প্যারা-মেডিক্যাল স্টাফ (সিইন 02/2019) এবং মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি (সিইন 03/2019) পদে নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) পরীক্ষা নেবে। লেভেল 1 (আরআরসি 01/2019) পদে পরীক্ষা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। 

মাত্র ৫৫ বছর বয়সে 'দূরে, বহুদূরে' চলে গেলেন গায়ক প্রতীক চৌধুরী

আরআরবি এনটিপিসি নোটিশ ২০১৯

আরআরবি এনটিপিসি (সিইন 01/2019), আরআরবি প্যারা মেডিক্যাল স্টাফ (সিইন 02/2019) এবং  মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি (সিইন 03/2019) এর ৩০ হাজার শূন্যপদ। আরআরবি লেভেল 1 (আরআরসি 01/2019) এর অধীনে ১ লক্ষ পদে নিয়োগ হওয়ার কথা।

 

পরীক্ষার আবেদন মূল্য

সাধারণ – ৫০০ টাকা

তপশিলী জাতি, উপজাতি, মহিলা- ২৫০ টাকা

 

যোগ্যতা, বয়স, মাইনে এবং ভর্তি সংক্রান্ত সব তথ্য RRB এবং RRC ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে রইল সমস্ত আরআরবি ওয়েবসাইট।

Name of RRBs
Ahmedabad
Ajmer
Allahabad
Bangalore
Bhopal
Bhubaneshwar
Bilaspur
Chandigarh
Chennai
Gorakhpur
Guwahati
Jammu
Kolkata
Malda
Mumbai
Muzaffarpur
Patna
Ranchi
Secunderabad
Siliguri
Trivendrum

আরআরবি গ্রুপ ডি-এর ফলাফল শীঘ্রই

আরআরবি'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “গ্রুপ ডি-এর ফলাফল প্রকাশে সময় লাগছে। কিন্তু আমরা ফেব্রুয়ারিতেই ফলাফল প্রকাশের চেষ্টা করছি।”

 

 

.